অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনলকারীদের চলমান সংঘর্ষে আহত হয়ে প্রায় ২২০ জন শিক্ষার্থী ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আজ সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঢামেকের ইমার্জেন্সি টিকেট কাউন্টার থেকে এ তথ্য জানা গেছে।

ঢামেকের টিকেট কাউন্টারের ইনচার্জ মেহেদী বলেন, এখন পর্যন্ত ২২০ জনের মতো আহত শিক্ষার্থী টিকেট কেটেছেন চিকিৎসার জন্য। এখনও শিক্ষার্থীরা আসছেন।

এ বিষয়ে ঢামেকের ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাফিজ বিশ্বাস বলেন, ‘প্রচুর আহত শিক্ষার্থী আসছেন। বিভিন্ন রুমে তাদের প্রাথমিক চিকিৎসা চলছে। এখন পর্যন্ত টোটাল হিসাব করা হয়নি। তবে ২০০ জনের ওপর শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন।’