অনলাইন ডেস্ক : হোয়াটসঅ্যাপ চ্যাটে বাধা দেওয়ায় ঘুষি মেরে স্বামীর দাঁত ভেঙে দিয়েছেন স্ত্রী। এ ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। ঘটনাটি ঘটেছে ভারতের শিমলায়।
গতকাল শুক্রবার শিমলার থিওগ থানায় ওই অভিযোগ দায়ের করা হয়। ভুক্তভোগী স্বামী পুলিশকে জানান, তার স্ত্রী মোবাইলে আসক্ত। সারাক্ষণ হোয়াটসঅ্যাপে চ্যাট করেন। গত বৃহস্পতিবার তার স্ত্রী হোয়াটসঅ্যাপে চ্যাট করছিলেন। ঠিক ওই সময় তিনি বাধা দেন। এতেই চটে যান তার স্ত্রী। ক্ষিপ্ত হয়ে ঘুষি মেরে স্বামীর দাঁত ভেঙে দেন।
ভুক্তভোগী আরও জানান, দাঁত ভেঙে দেওয়ার পর লাঠি দিয়েও মারধর করেন তার স্ত্রী। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি না গিয়ে সোজা থানায় হাজির হন তিনি। ওই অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করেছে পুলিশ।
এ ব্যাপারে শিমলার পুলিশ সুপার মণিকা জানান, স্বামীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই নারী এমন কাজ কেন করেছেন তা তদন্ত করে দেখা হবে। অভিযুক্ত নারীকে শিগগিরই জিজ্ঞাসাবাদ করা হবে।