Home আন্তর্জাতিক চোরাগোপ্তা হামলায় নাইজারের ১৭ সেনা নিহত

চোরাগোপ্তা হামলায় নাইজারের ১৭ সেনা নিহত

অনলাইন ডেস্ক : নাইজারের দক্ষিণপশ্চিমাঞ্চলে বুরকিনা ফাসোর সীমান্তের কাছে চোরাগোপ্তা হামলায় ১৭ সেনা নিহত হয়েছে। এমনটি জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত ২৬ জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতা এক দল সেনার হাতের চলে যাওয়ার পর এটি হচ্ছে সবচেয়ে বড় হতাহতের ঘটনা। এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, মঙ্গলবার (১৫ আগস্ট) অভিযানে যাওয়া নাইজার সেনাবাহিনীর একটি দল তোরোদি শহর পার হওয়ার পরই চোরাগোপ্তা হামলার শিকার হয়। এ সময় দু’পক্ষের মধ্যে গোলাগুলিতে শতাধিক ‘সন্ত্রাসী’ প্রাণহারায় বলে জানিয়েছে তারা। খবর রয়টার্স।

সেনাদের ত্বরিত জবাব আর ঘটনাস্থলে স্থল ও বিমানপথে অভিযান চালিয়ে শত্রুকে মোকাবিলা করা সম্ভব হয়,` বলা হয়েছে বিবৃতিতে।

২০২১ সাল থেকে নাইজারে এ ধরনের হামলার সংখ্যা কমে গেছে। তারপরও দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলে বিশেষ করে মালির সীমান্তের কাছে নিরাপত্তা একটি প্রধান সমস্যা হিসেবে রয়ে গেছে।

গত বছর মালি থেকে ফ্রান্সের সেনারা চলে গেছে। তারপর থেকে দেশটির নিরাপত্তা ক্ষেত্রে একটি ‘শূন্যতা’ তৈরি হয়েছে বলে রয়টার্স জানাচ্ছে। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো এই সুযোগে নিজেদের ক্ষমতার বলয় বিস্তৃত করছে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।

Exit mobile version