Home আন্তর্জাতিক চীন-ভারতের পর্যটকদের সুখবর দিল মালয়েশিয়া

চীন-ভারতের পর্যটকদের সুখবর দিল মালয়েশিয়া

অনলাইন ডেস্ক : চীন ও ভারতীয় নাগরিকদের জন্য বিনা ভিসায় মালয়েশিয়া ভ্রমণের সুযোগ দিচ্ছে দেশটির সরকার। আগামী ১ ডিসেম্বর থেকে এ দুটি দেশের মালয়েশিয়া ভ্রমণে কোনো ধরনের ভিসা লাগবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার দেওয়া ভাষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, চীন ও ভারতের নাগরিকরা সর্বোচ্চ ৩০ দিন বিনা ভিসায় মালয়েশিয়ায় থাকতে পারবেন।

এদিকে ভিসা ফি বাতিল করার সঙ্গে ভারত ও চীনের জন্য ভিসা উন্নত করার পরিকল্পনা রয়েছে মালয়েশিয়ার। মালয়েশিয়ার অর্থনৈতিক আয়ের বড় একটা অংশ নির্ভর করে পর্যটন খাতের ওপর।

অন্যদিকে সম্প্রতি চীন জানিয়েছে, বিনা ভিসায় ছয় দেশের নাগরিক চীন ভ্রমণ করতে পারবেন। ওই ছয় দেশ হলো—মালয়েশিয়া, ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি, নেদারল্যান্ডস। আগামী ১ ডিসেম্বর থেকে এই সুবিধা চালু হয়ে চলবে ২০২৪ সালের ৩০ নভেম্বর পর্যন্ত।

Exit mobile version