স্পোর্টস ডেস্ক : আবারও চোটাক্রান্ত নেইমার। চোটের কারণে আগামী চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ব্রাজিলের এ তারকা ফুটবলারকে। কুঁচকির চোটের কারণে চ্যাম্পিয়ন্স লিগে আগামী ১২ নভেম্বর বাসাকসেহির বিপক্ষে খেলা হচ্ছে না পিএসজি তারকার।
এই চোটের কারণে ১৪ ও ১৭ নভেম্বর ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে ভেনিজুয়েলা এবং উরুগুয়ের বিপক্ষে খেলা অনিশ্চিত নেইমারের।
নেইমারের ইনজুরি প্রসঙ্গে পিএসজির ম্যানেজার থমাস টুচেল শুক্রবার সংবাদ সম্মেলনে বলেছেন, নেইমারের ইনজুরিতে আমরা খুবই দুঃখিত। এই চোটের কারণে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের আগামী দুই ম্যাচে নেইমারের খেলা অনিশ্চিত। আমাদের বিশ্বাস সে পুনর্বাসন শেষে দারুণভাবে ফিরে আসবে।
বুধবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে ইস্তানবুল বাসাকসেহিরের বিপক্ষে খেলার মাঝ পথে মাংসপেশিতে ব্যথা অনুভব করায় মাঠ থেকে তুলে নেয়া হয় নেইমারকে। অবশ্য সেই ম্যাচে ২-০ ব্যবধানে জয় পায় জিএসজি।
পিএসজির সামনে বেশ কিছু খেলা রয়েছে। চোটের কারণে নেইমার কয়েকটা ম্যাচ হয়তো মিস করবেন।
ধারণা করা হচ্ছে আগামী ২০ নভেম্বর মোনাকোর বিপক্ষে ফিরতে পারেন পিএসজি তারকা নেইমার।