Home জাতীয় চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ১৪৩, ঢাকা দুই সিটিতেই ১০০ জন

চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ১৪৩, ঢাকা দুই সিটিতেই ১০০ জন

অনলাইন ডেস্ক : এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৩২১ জন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানিয়েছে অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত দুজনই ঢাকার দুই সিটি করপোরেশনের বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে ১০০ জনের মৃত্যু হলো। এদিকে চলতি বছরে সারা দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৪৩ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে এক হাজার ১১৮ জন ডেঙ্গু রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

Exit mobile version