Home কানাডা খবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডা ইঙ্কের সভাপতি ড. মোঃ হুমায়ুন কবির...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডা ইঙ্কের সভাপতি ড. মোঃ হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক হাসান তারিক চৌধুরী নির্বাচিত

অনলাইন ডেস্ক: গত ১ অক্টোবর, ২০২৩ টরন্টোর রয়েল লিজিয়ন হলে অনুষ্ঠিত হলো বহুল আলোচিত সাধারণ সভা ও নির্বাচন।

নির্বাচনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বিপুল সংখ্যক গ্র্যাজুয়েট দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রধান নির্বাচন কমিশনার প্রবীন সাংবাদিক মোশাররফ হোসেন, দুজন কমিশনার ইমদাদুল হক চৌধুরী ও রুপন কান্তি দাস গুপ্তকে নিয়ে ভোট গণনা শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

এতে ড. মোঃ হুমায়ুন কবির বেসরকারিভাবে সভাপতি নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন শফিউদ্দিন আহমেদ। সাধারণ সম্পাদক বেসরকারিভাবে নির্বাচিত হন হাসান তারিক চৌধুরী, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন এ কে এম খোরশেদ আলম খান। আর বিনা-প্রতিদ্ব›দ্বীতায় রাজিব ঘোষ অর্থ সম্পাদক নির্বাচিত হন।

Exit mobile version