Home আন্তর্জাতিক ঘূণিঝড় ইয়াগির প্রভাবে মিয়ানমারে ২২৬ জনের মৃত্যু

ঘূণিঝড় ইয়াগির প্রভাবে মিয়ানমারে ২২৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : মিয়ানমারে শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৬ জনে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে ১১৩ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। গতকাল সোমবার আরও ৭৭ জনের কথা নিশ্চিত করেছে তারা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মিয়ানমারের জান্তা সরকারের তথ্য মন্ত্রণালয় বলছে, ঘূর্ণিঝড় ইয়াগির কারণে দেশগুলো ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। সারা দেশের অন্তত ৮৪টি টাউনশিপ ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি জমেছে রাজধানী নেপিদোতেও।

সরকার জানিয়েছে, সারা দেশ বন্যা দুর্গতদের জন্য ৪৩৮টি ত্রাণ শিবির খোলা হয়েছে। তবে এখনো অনেক মানুষ পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। বন্যায় অন্তত ১ লাখ ৫৮ হাজার বাড়িঘর ডুবে গেছে এবং ২ হাজার ১১৬টি বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যার কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। জাতিসংঘের ধারণা, এই বন্যায় ৬ লাখ ৩১ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

Exit mobile version