স্পোর্টস ডেস্ক : মুম্বাইয়ের একটি ক্লাব থেকে সোমবার মধ্যরাতে গ্রেফতার হয়েছিলেন সুরেশ রায়না। করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে মহারাষ্ট্রে সোমবার থেকে জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। নির্ধারিত সময়ের মধ্যে ওই ক্লাবটি বন্ধ না করায় গ্রেফতার করা হয় উপস্থিত সবাইকে। তাদের মধ্যে ছিলেন ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়না, জনপ্রিয় সঙ্গীতশিল্পী গুরু রানধাওয়া। পরে ছাড়া পেয়েছেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়, মুম্বাইয়ের ড্রাগনফ্লাই ক্লাবে রাত আড়াইটায় অভিযান চালায় স্থানীয় পুলিশ। গ্রেফতার করা হয় মোট ৩৪ জনকে। সাহার থানার সিনিয়র পুলিশ ইন্সপেক্টরের বরাতে সংবাদ প্রতিদিন জানিয়েছে, ভারতীয় দন্ডবিধির ১৮৮, ২৬৯ ও ৩৪ ধারায় তাদের গ্রেপ্তার করা হয়েছিল। নাইট কারফিউ উপেক্ষা করে ক্লাবের মধ্যে উদ্দাম পার্টি করার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

সংবাদমাধ্যমটির দাবি, পার্টিতে বলিউড তারকা হৃতিক রোশানের সাবেক স্ত্রী সুজান খান ও জনপ্রিয় গায়ক বাদশাও ছিলেন। বাদশা দ্রুত পেছনের দরজা দিয়ে পালিয়ে যান বলেও জানানো হয়।