স্পোর্টস ডেস্ক : ইতালি-ইংল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা নামতে যাচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্বের আসরের। আগামীকাল রোববার রাত ১টায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপার জন্য লড়বে তারা। তবে টুর্নামেন্টের গোল্ডেন বুট জেতার দৌড়ে নেই দুদলের কেউই। উল্টো তালিকায় সবার উপরে রয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আসরের শেষ ষোলেতে তার দল বিদায় নিলেও পাঁচ গোল করে এখনো সবার উপরে রয়েছেন জুভেন্টাসের এই তারকা ফরোয়ার্ড।

রোনালদোর সমান গোল করেছেন ডেনমার্কের ফরোয়ার্ড প্যাট্রিক শিক। তবে সতীর্থকে দিয়ে একটি গোল করানোর কারণে তালিকার উপরে রোনালদো। ডেনমার্ক অবশ্য সেমি-ফাইনালে ইংলিশদের সঙ্গে হেরে বিদায় নিয়েছে। না হয় প্যাট্রিকের গোল্ডেন বুট জেতার সুযোগ থাকতো বেশ।

অবশ্য রোববার ফাইনালে ইতালির জালে গোল জড়াতে পারলে গোল্ডেন বুট জেতার সুযোগ থাকবে ইংল্যান্ডের দুই খেলোয়াড় হ্যারি কেইন ও রহিম স্টার্লিংয়ের। চলতি আসরে এখন পর্যন্ত ৪ গোল করেছেন হ্যারি কেইন, আর তিনটি গোল করেন স্টার্লিং। কেইনের কোনো এসিস্ট নেই। তবে তার সতীর্থের একটি এসিস্ট রয়েছে। ফাইনালে জোড়া গোল করতে পারলে গোল্ডেন বুট জিতবেন কেইন কিংবা স্ট্যার্লিং।

ইউরো কাপের নিয়ম অনুযায়ী, দুই বা ততোধিক খেলোয়াড়ের মধ্যে গোলসংখ্যা সমান হলে দেখা হবে এসিস্ট সংখ্যা। যদি গোল-এসিস্ট সমান হয়, তাহলে বিবেচনায় আসবে কোন খেলোয়াড় কম সময় খেলেছেন। সে হিসেবে মাত্র ৩৬০ মিনিট খেলে ৫ গোল ও এক এসিস্টে সবার উপরে রোনালদো। ফলে শেষ ষোলে বিদায় নিলেও গোল্ডেন বুট জেতার সুযোগ রয়েছে তারই।