বিনোদন ডেস্ক : রাজনৈতিক অঙ্গনে যথেষ্ট জনপ্রিয় ও প্রভাবশালী ব্যক্তিত্ব নরেন্দ্র মোদি এবার বিনোদন জগতেও নিজের নাম উজ্জ্বল করলেন। বিশ্বের মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামির জন্য মনোনয়ন পেলেন ভারতের প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিলেট নিয়ে ‘অ্যাবানডেন্স অব মিলেটস’ গানটি লিখেছেন। ভারতীয় বংশোদ্ভূত ফাল্গুনী শাহ ওরফে ফালু এবং তাঁর স্বামী গৌরব শাহ গানটি গেয়েছেন।
গত ১৬ জুন মুক্তি পেয়েছে গানটি। এবার ২০২৪ গ্র্যামি পুরস্কারে সেরা গ্লোবাল মিউজিক পারফরম্যান্স ক্যাটাগরিতে মনোনীত হয়েছে গানটি।
২০২৩ সাল ‘মিলেট বর্ষ’ বলে ঘোষিত হয়েছে। বছরের শুরু থেকেই মিলেটের উৎপাদন বৃদ্ধি ও উপকারিতা প্রচারের ওপর জোর দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গ্র্যামিজয়ী ফাল্গুনী শাহের সঙ্গে হাত মিলিয়ে মিলেটের ওপর একটি গানও লিখেছেন তিনি। এবার সেই গানটি গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হলো, যা গোটা দেশের কাছে গর্বের বিষয়।
চলতি বছরের মার্চে দিল্লিতে আয়োজিত গ্লোবাল মিলেট কনফারেন্সে (শ্রী অন্ন) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘ভারত যে মিলেট বর্ষের প্রচার শুরু করেছে, বর্তমানে গোটা বিশ্বে সেটা উদযাপিত করছে। আমি আজ খুব খুশি যে গোটা বিশ্ব আন্তর্জাতিক মিলেট বর্ষ উদযাপন করছে, যেটির প্রচারে নেতৃত্ব দিচ্ছে ভারত।
এরপর মিলেট বর্ষের প্রচারণায় গত ১৬ জুন মুক্তি পেয়েছে মোদির লেখা গানটি। এবার ২০২৪ সালের গ্র্যামি পুরস্কারে সেরা গ্লোবাল মিউজিক পারফরম্যান্স ক্যাটাগরিতে মনোনীত হলো এটি। এটিকে ‘দীপাবলির উপহার’ বলে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক মাধ্যমে মোদিকে শুভেচ্ছাও জানাচ্ছে দেশবাসী।
এই বিভাগে অন্য মনোনীতদের মধ্যে রয়েছেন আরোজ আফতাব, বিজয় আইয়ার ও শাহজাদ ইসমাইলি (শ্যাডো ফোর্সেস), বার্না বয় (লোনলি), ডেভিডো (ফিল), সিলভানা (এস্ট্রাদা মিলাগ্রো ওয়াই ডিজাস্ট্রে), বেলা ফ্লেক, এডগার মেয়ার এবং জাকির হুসেন ফিচারিং রাকেশ চৌরাসিয়া (পশতু), ইব্রাহীম মালুফ ফিচারিং সিমাফাংক, ট্যাংক ও বাঙ্গাস (টোডো কালারস)।
এবার গ্র্যামি মনোনয়নে জয়জয়কার নারী শিল্পীদের। এসজেডএ, টেলর সুইফট, অলিভিয়া রদ্রিগো, দুয়া লিপি ও বিলি এলিশের মতো শিল্পীরা একাধিক মনোনয়ন পেয়ে সেরার দৌড়ে এগিয়ে রয়েছেন।