Home আন্তর্জাতিক গাজায় শেষ রাতের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০

গাজায় শেষ রাতের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০

অনলাইন ডেস্ক : গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলের চালানো শেষ রাতের হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছে। ফিলিস্তিনের সংবাদমাধ্যম ওয়াফা বিষয়টি নিশ্চিত করেছে।

রাফাহ ও খান ইউনিসে চালানো বিমান হামলায় নিহতের মধ্যে শিশুরাও রয়েছে।

চিকিৎসা সূত্র জানিয়েছে, খান ইউনিসে বিমান থেকে ফেলা বোমায় অন্তত ২৩ জন মারা গেছে। আহত হয়েছে অন্তত ৮০ জন।
এখনো হতাহতের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী বাহিনী।

সূত্র: বিবিসি

Exit mobile version