অনলাইন ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য ‘‘শেষ সতর্কতা’’ জারি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। বুধবার এক ভিডিও বার্তায় এই সতর্কতা জারি করেছেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সতর্কতায় ইসরায়েলি এই মন্ত্রী বলেছেন, ‘‘গাজার বাসিন্দাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামর্শ অনুসরণ এবং ইসরায়েলি জিম্মিদের প্রত্যাবর্তন ও হামাসকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া উচিত।’’

ইসরায়েল কাটজ বলেছেন, ‘‘গাজার বাসিন্দারা, এটি আপনাদের জন্য শেষ সতর্ক বার্তা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া পরামর্শ মেনে নিন।’’

ভিডিও বার্তায় ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘‘মার্কিন প্রেসিডেন্টের পরামর্শ অনুযায়ী জিম্মিদের ফিরিয়ে দিন এবং হামাসকে ক্ষমতা থেকে অপসারণ করুন। এই পরামর্শ মানলে আপনাদের জন্য অন্যান্য সব বিকল্পের দ্বার উন্মুক্ত হবে।’’

একই দিনে ইসরায়েলের সামরিক বাহিনী, গাজা উপত্যকার নির্দিষ্ট কিছু স্থানে স্থল অভিযান শুরু করছে ইসরায়েলি সৈন্যরা। গত জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তি শুরু হওয়ার পর সোমবার ও মঙ্গলবার উপত্যকায় সবচেয়ে ভয়াবহ প্রাণঘাতী হামলার পর এই অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েলি বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় গত ৪৮ ঘণ্টায় ৯৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় দুপুর পর্যন্ত গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধে প্রাণহানির সংখ্যা ৪৮ হাজার ৫৭৭ জনে পৌঁছায়। এরপর বুধবার দুপুরের দিকে এই সংখ্যা বেড়ে ৪৯ হাজার ৫৪৭ জনে দাঁড়িয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মধ্য ও দক্ষিণ গাজা উপত্যকার নির্দিষ্ট কিছু স্থানে স্থল অভিযান আবারও শুরু করেছে। উপত্যকার উত্তর এবং দক্ষিণাঞ্চলের মাঝে আংশিক বাফার জোন ও নিরাপত্তা বেষ্টনী তৈরির উদ্দেশে এই অভিযান শুরু হয়েছে।

সৈন্যরা গাজার মধ্যাঞ্চলের নেতজারিম করিডোর পর্যন্ত তাদের উপস্থিতি নিশ্চিত করেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

সূত্র: এএফপি।