Home আন্তর্জাতিক গাজায় ‘দীর্ঘ যুদ্ধবিরতির’ আহ্বান ম্যাক্রনের

গাজায় ‘দীর্ঘ যুদ্ধবিরতির’ আহ্বান ম্যাক্রনের

অনলাইন ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। গতকাল বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে তিনি এই আহ্বান জানান।

৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ১৪০০ ইসরায়েলি নাগরিক প্রাণ হারায় জবাবে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। বিমান হামলা ও স্থল অভিযানে ১৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৫ হাজারেরও বেশি। হতাহতদের বেশির ভাগই নারী ও শিশু। সামরিক হতাহত এড়াতে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছিল।

২২ নভেম্বর মধ্যস্থতাকারী কাতার জানায়, বেশ কিছু শর্ত মেনে দুই পক্ষ রাজি হয়। দুই দফায় বাড়া সেই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকেই গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল।

এক বিবৃতিতে ম্যাক্রন বলেন, ‘সামনের দিনগুলোতে জর্ডানের সঙ্গে কাজ করে ফ্রান্স গাজায় মানবিক কার্যক্রম পরিচালনা করবে।’

নেতানিয়াহুর অন্যতম পশ্চিমা মিত্র ম্যাক্রন যুদ্ধের শুরু থেকে ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছিলেন। তবে সম্প্রতি তিনি গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

একইসঙ্গে পশ্চিমতীরে ফিলিস্তিনি বেসামরিকদের ওপর ইসরায়েলি অবৈধ বাসিন্দাদের সহিংসতা বন্ধেরও আহ্বান জানিয়েছেন ম্যাক্রন। তিনি জানিয়েছেন, নতুন করে যেন সেখানে অবৈধ বসতি গড়ে তোলা না হয়।

Exit mobile version