Home আন্তর্জাতিক গাজায় ইসরায়েলি হামলা, ক্ষুব্ধ জাতিসংঘ মহাসচিব

গাজায় ইসরায়েলি হামলা, ক্ষুব্ধ জাতিসংঘ মহাসচিব

অনলাইন ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এক রাতেই নিহত হয়েছেন চার শতাধিক ফিলিস্তিনি। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনিদের ওপর এ হামলা চালিয়েছে ইসরায়েল। দখলদার ইহুদিবাদীদের এই তাণ্ডবের বিষয়ে এক প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি গাজায় ইসরায়েলি বিমান হামলায় ক্ষুব্ধ বলে জানিয়েছেন।

একইসঙ্গে যুদ্ধবিরতি মেনে চলতেও আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব।

আজ বুধবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ক্ষুব্ধ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

গুতেরেস বলেন, ‘আমি যুদ্ধবিরতি মেনে চলার, নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা পুনঃপ্রতিষ্ঠা করার এবং আটক থাকা অবশিষ্ট বন্দিদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য জোরালোভাবে আবেদন করছি।’

জাতিসংঘের মহাসচিব ছাড়াও গাজায় ইসরায়েলের নতুন করে বোমাবর্ষণের নিন্দা জানিয়েছে বিশ্বের অনেক দেশের সরকার এবং বিভিন্ন মানবিক সংস্থা।

Exit mobile version