Home আন্তর্জাতিক খুলল রহস্য জট, আসাদ এখন রাশিয়ায়

খুলল রহস্য জট, আসাদ এখন রাশিয়ায়

অনলাইন ডেস্ক : গুঞ্জন উঠেছিল সিরিয়া থেকে পালানো দেশটির সদ্য সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিমান দুর্ঘটনায় মারা যেতে পারেন। সেই সাথে জীবিত থাকলে আসাদ কোন দেশে আশ্রয় নিয়েছেন সেই প্রশ্নও উঠছিল। তবে এবার সেই রহস্যজট কেটেছে। এবার জানা গেছে, আসাদ জীবিত আছেন এবং তিনি রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরাসহ তিনি মস্কোয় অবস্থান করছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তার সংস্থার বরাতে এই খবর জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার পরিবারের সদস্যদের নিয়ে মস্কোয় পৌঁছেছেন। মানবিক দিক বিবেচনা করে রাশিয়া তাঁদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে।

এর আগে সিরিয়ার বিদ্রোহী যোদ্ধাদের মাত্র ১২ দিনের অভিযানে রোববার বাশার সরকারের পতন ঘটে। এর মধ্যে দিয়ে দেশটিতে তাঁর দুই যুগের শাসনের অবসান ঘটে। এর আগে বাশারের বাবা হাফিজ আল-আসাদ প্রায় ২৯ বছর প্রেসিডেন্ট ছিলেন। বাবার মৃত্যুর পর ক্ষমতায় বসেন বাশার। শুরুতে সংস্কারের পথে হাঁটলেও পরে বাবার মতোই কর্তৃত্ববাদী হয়ে ওঠেন তিনিও।

Exit mobile version