Home আন্তর্জাতিক ‘খুবই অন্যায়’, ভারতে টেসলার কারখানা তৈরি নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প!

‘খুবই অন্যায়’, ভারতে টেসলার কারখানা তৈরি নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প!

অনলাইন ডেস্ক : সদ্য আমেরিকা সফরে গিয়ে টেসলার প্রধান ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, শীঘ্রই ভারতে টেসলা তৈরি করে তা বিক্রি শুরু করতে পারেন ইলন মাস্ক। আর এই রিপোর্ট সামনে আসতেই প্রতিক্রিয়া দিলেন ডোনাল্ড ট্রাম্প।

এর আগে মোদীর সঙ্গে মাস্কের বৈঠক ঘিরে প্রশ্ন করা হয়েছিল। জানতে চাওয়া হয়েছিল, সরকারের পক্ষ থেকেই কি মোদীর সঙ্গে দেখা করেন মাস্ক? সেই সময় ট্রাম্প দাবি করেছিলেন যে মোদী কেন মাস্কের সঙ্গে দেখা করেছেন তা তার জানা নেই। সঙ্গে তিনি এও মন্তব্য করেছিলেন, ইলন মাস্ক তো ব্যবসায়ীও বটে।

আর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইলন মাস্কের টেসলার ভারতে কারখানা স্থাপন করা ‘খুবই অন্যায়’। ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটির সঙ্গে ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের সাক্ষাৎকারের সময় এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে সেই সাক্ষাৎকারেও ভারতের শুল্ক নিয়ে অভিযোগ করতে শোনা গিয়েছিল ট্রাম্পকে।

এর আগে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের দিনই ‘প্রতিশোধমূলক শুল্ক’ আরোপের ঘোষণা করেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, চড়া শুল্কের কারণে ভারতে ব্যবসা করা অত্যন্ত কঠিন। সাধারণত বিশ্বের যে কোনও দেশের তুলনায় মার্কিন পণ্যের উপরে বেশি শুল্ক ধার্য করে ভারত। সেই পরিস্থিতিতে এবার থেকে ভারত মার্কিন পণ্যের উপরে যে হারে শুল্ক চাপাবে, সেই হারেই ভারতীয় পণ্যের উপরে শুল্ক ধার্য করা হবে।

পারস্পরিক শুল্ক ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, বাণিজ্যের ক্ষেত্রে সুবিচারের জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিশোধমূলক শুল্ক চাপাব। অর্থাৎ যে দেশ আমেরিকার পণ্যের উপরে যতটা শুল্ক চাপাবে, ঠিক ততটাই শুল্ক চাপানো হবে ওই দেশের উপরে। বেশিও না, কমও নয়। এদিকে ট্রাম্প প্রশাসনের কমার্স ডিপার্টমেন্টের মনোনীত প্রধান হাওয়ার্ড লুটনিক বলছেন, এই পারস্পরিক শুল্কের প্রস্তাব এপ্রিলের আশপাশে জারি হতে পারে।

অপরদিকে এই সবের মাঝেই অপরদিকে সম্প্রতি মার্কিন বোরবন হুইস্কির ওপর শুল্ক কমিয়েছে ভারত। এর আগে মার্কিন বোরবন হুইস্কির ওপর ১৫০ শতাংশ শুল্ক আরোপ করছিল ভারত। তা এবার ৫০ শতাংশ কমিয়ে ১০০ শতাংশ করা হয়েছে। এর ফলে জনপ্রিয় মার্কিন ব্র্যান্ড জিম বিমের দাম কমতে পারে ভারতে।

রিপোর্ট অনুযায়ী, গত ১৩ ফেব্রুয়ারি এই শুল্ক কমানোর নির্দেশিকা জারি করা হয়েছে। এর আগে এবারের বাজেটে মোটরসাইকেলের ওপরে শুল্ক কমায় ভারত। এর ফলে মার্কিন ব্র্যান্ড হারলে ডেভিডসনের আমদানির ক্ষেত্রে ভারতে আরও ১০ শতাংশ শুল্ক কমেছে। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ভারত হারলে ডেভিডসনের ওপরে ৫০ শতাংশ শুল্ক কমিয়েছিল। আর এবারের বাজেটে তা আরও কিছুটা কমানো হয়।

Exit mobile version