Home রাজনীতি খালেদা জিয়ার লিভারের ইন্টারভেনশন করলেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা

খালেদা জিয়ার লিভারের ইন্টারভেনশন করলেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা

অনলাইন ডেস্ক : দুই মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভার ইন্টারভেনশন করেছেন মার্কিন বিশেষজ্ঞ চিকিৎসক দল। এর ফলে খালেদা জিয়ার লিভার সিরোসিসে কিছুটা উপশম হবে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মার্কিন বিশেষজ্ঞ চিকিৎসক দল লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার ট্রান্সজাগুলার ইন্ট্রাহেপ্যাটিক পোর্টোসিস্টেমিক শান্ট (টিআইপিএস) প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তারা বিকেল ৫টা ৩৭ মিনিটে চিকিৎসা শুরু করেন এবং ৭টা ৩৭ মিনিটে এ প্রক্রিয়া শেষ হয়।’

মেডিকেল বোর্ড জানায়, খালেদা জিয়া লিভারের জটিলতা ছাড়াও দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি সমস্যা, হৃদরোগসহ একাধিক স্বাস্থ্য জটিলতায় ভুগছেন।

দেশের বাইরে খালেদা জিয়ার চিকিৎসার অনুমতি না পাওয়ায় বুধবার রাতে মার্কিন চিকিৎসক জেমস পিটার অ্যাডাম হ্যামিল্টন, হামিদ আহমেদ আবদুর রব ও ক্রিস্টোস জর্জিয়াডেস বাংলাদেশে আসেন।

Exit mobile version