![](https://i0.wp.com/www.banglakagoj.com/wp-content/uploads/2019/10/B-K-12-2.jpg?resize=774%2C524)
অনলাইন ডেস্ক : গত ২০শে সেপ্টেম্বর ২০১৯, বঙ্গবন্ধু জাতীয় শিশু কিশোর মেলা আয়োজিত বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে জাতীয় নাট্য প্রতিযোগিতায় ৩য় স্থান লাভ করেছে মঞ্চনাটক : আমার বাড়ি টুঙ্গিপাড়া, রচনা : খান শওকত, নির্দেশনা: শেখ আব্দুস সবুর, গ্রুপ : গোপালগঞ্জ জেলা। এ নাটকটি মঞ্চায়নে আগ্রহীদেরকে আব্দুস সবুর শেখ এর সাথে ০১৭১৮৮২৭৪৪৭ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। ছবিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন এ নাটকের সেরা শিল্পী: ফাহমিদা জামান তিশা।
বার্তা প্রেরক: খান শওকত, (৯১৭)-৮৩৪-৮৫৬৬.