Home খেলাধুলা ক্ষমা চাইলেন সাকিব

ক্ষমা চাইলেন সাকিব

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানকে কুপিয়ে হত্যার হুমকি দিয়েছেন সিলেটের এক যুবক। হুমকি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ফেসবুক লাইভে এসে ক্ষমা চাইলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

এর আগে দেশে ফিরে সাকিব কলকাতায় গিয়ে কালীপূজার এক অনুষ্ঠানে যান। এতে ক্ষিপ্ত হয়ে মহসিন তালুকদার পরিচয় দেওয়া এক যুবক সাকিবকে কুপিয়ে হত্যার হুমকি দেন। এসময় তিনি রামদা উঁচিয়ে হুমকি দেন।

এরপর সোমবার এক ভিডিও বার্তায় ক্ষমা চান সাকিব। তিনি বলেন, ‘আমি প্রথমেই বলতে চাই যে আমি নিজেকে একজন গর্বিত মুসলমান হিসেবে মনে করি। আমি সেটাই চেষ্টা করি পালন করার।’

কালীপূজার অনুষ্ঠানের বিষয়ে তিনি বলেন, ‘নিউজ, সোশ্যাল মিডিয়াসহ সব জায়গায় এসেছে যে, আমি পূজার উদ্বোধন করতে গিয়েছি। যা আমি কখনো যাইওনি কিংবা করিওনি। আসলে সেটি উদ্বোধন হয়েছে আমি যাওয়ার আগেই। সচেতন মুসলমান হিসেবে আমি এটা করবো না। তারপরও হয়তো ওখানে যাওয়াটাই আমার ঠিক হয়নি। সেটি যদি আপনারা মনে করে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ক্ষমা প্রার্থী। আমি আশা করবো, আপনারা এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরকম কোনও ঘটনা যেন আর না ঘটে, সেটিও আমরা চেষ্টা করবো।’

সেলফি তোলার সময় ভক্তের ফোন ভাঙার বিষয়ে সাকিব বলেন, ‘ফোন আমি কোনো ইন্টেনশনালি ভাঙেনি। যেহেতু করোনাকালীন স্বাস্থ্য বিধি মেনে চলার চেষ্টা করছিলাম আমি, যেহেতু ওখানে অনেক মানুষ ছিলো। এসময় একজন জনতা আমার উপর দিয়ে এসে ছবি তুলতে যায়, সে সময় তাকে সরিয়ে দিতে গেলে আমার হাত লেগে তার ফোনটি পড়ে যায়। হয়তো পরে সেটা ভেঙেও গিয়েছে। তার ফোন ভাঙার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’

Exit mobile version