মিনা পাল
জীবন চলবে আপন গতিতে
বয়সটা কোনো ফ্যাক্টর নয়।
চারিত্রিক সৌন্দর্যই খুঁটি হয়ে রয়
পোষাকে আষাকে নিজেকে সাজিয়ে
গুছিয়ে, একটু ভেসে বেড়াও না- চলোনা তোমার
স্বচ্ছ সুন্দর পথের বাঁকে।
স্বচ্ছ পবিত্রতায় উজ্জ্বল মনটাই আসল,
পোষাক পরিচ্ছদে, মনে আসে এক অপার
সৌন্দর্যের পবিত্রতার অপার শক্তি,
ক্ষনিকের জীবন “সুন্দর” ভেলায় ভাসবে অনাদি।
বয়স তোমার যা-ই হোকনা —
তুমি কত্তো খানি ভালো এবং “সুন্দর”
সেটা তো আর তোমার থেকে ভালো কেউ
জানে না বা বোঝেও না…..।
অতএব কারোর মনের গভীরের বিতিকিচ্ছিরি
ভাবনায় তোমার কিছু যায় আসে না।
তোমার ইচ্ছে হয়, চলো না……..
তুমিও ভাবতে শিখো, কারোর ভাবনায়
তোমারও কিছু যাবে আসবে না।
অনিত্য এই পৃথিবীতে জীবনটাই ক্ষনিকের,
কি এসে যায় সম্পূর্ণ পবিত্রার ঐ পোষাকের!
যে কোনো মুহূর্তে ডাক এসে যাবে ঐ পাড়ের।
সর্বদা শুধুমাত্র নিজের হদয়ের পবিত্র তাকে
উপরওয়ালার কাছে থাকো আত্মসমর্পণে।
জীবনের যে কোনো মুহূর্তই
জীবনের ঠিকানাটা পারে উল্টে দিতে,
এটাই গভীর সত্যি, বিতিকিচ্ছিরি ভাবনাগুলো
সঠিক সুন্দর নিষ্কলুষ চিন্তা চেতনায়
জীবন প্রদীপ হোক নিঃস্পাপ নিঃস্বার্থ প্রতিনিয়ত,
হও বা হবে “সুন্দর” “মানুষ” এর রূপে বিকশিত।