আহসান রাজীব বুলবুল, কানাডা : বাংলা বছরের শেষ দিনকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে আগাম উৎসব হয়েছে কানাডার ক্যালগেরিতে। ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে বাংলাদেশ পূজা পরিষদ অব ক্যালগেরির আয়োজনে চৈত্র সংক্রান্তি ও বৈশাখী মেলা উদযাপিত হয়েছে।

দিনব্যাপী অনুষ্ঠানে ছিল হেনা আর্ট, ফেইস পেন্টিং, বাংলা সংস্কৃতির হরেক রকমের খাবার ও বিভিন্ন ধরনের স্টলে ছিল বাহারি রকমের শাড়ি।

মেলায় শিশু-কিশোরদের জন্য ছিল বিশেষ আয়োজন। প্রবাসী বাঙালিরা নানা রঙে সেজে শোভাযাত্রার মাধ্যমে স্বাগত জানায় নতুন বছরকে। প্রবাসীদের আয়োজন যেন গ্রাম-গঞ্জের ঘাটে, মাঠে, বয়সী বটের তলার বর্ণাঢ্য আয়োজনের সেই দিনগুলোর কথাই মনে করিয়ে দেয়। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে চৈত্রসংক্রান্তির অনুষ্ঠান শেষ হয়।

করোনার কারণে দীর্ঘ দুই বছরের বিরতির পর প্রবাসীরা যেন নতুন করে জেগে উঠেছিল। গ্রাম বাংলার মতোই তারা নতুন পোশাকে সজ্জিত হয়ে আনন্দে মিলিত হয়। বিনিময় করেন কুশলাদি। পরিবার-পরিজনের শিশু-কিশোরদের পদচারণায় অনুষ্ঠানস্থল পরিণত হয়েছিল এক মিলন মেলায়। মুহূর্তেই বাংলাদেশ সেন্ট্রার পরিণত হয়েছিল একখণ্ড বাংলাদেশে।

চৈত্র সংক্রান্তি অনুষ্ঠানের আয়োজক লীনা বৈরাগী জানান, অনেক দিন পর সবার সঙ্গে মিলিত হয়ে এক অন্যরকম আনন্দ উপভোগ করছি। তাছাড়া ক্যালগেরিতে আমরা প্রথমবারের মতো চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান করছি। আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মধ্যে তুলে ধরাই আমাদের এ অনুষ্ঠানের মূল লক্ষ্য। আমরা চাই যেন আমরা আমাদের সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন না হয়ে যাই। মা মাটি ও দেশ যেন থাকে আমাদের হৃদয়ে।

অন্যতম আয়োজক প্রনব দাস জানান, শৈশবের চৈত্র সংক্রান্তির মেলাকে খুব মিস করি। হয়ত আর কোনোদিন সেই মেলা ফিরে আসবে না, কিন্তু আমরা চাই আমাদের প্রজন্মের মধ্যে আমাদের সংস্কৃতি যেন জীবিত থাকে। ছোটবেলার সেই যাত্রা, সার্কাস, বায়স্কোপ, পুতুলনাচ, ঘুড়ি ওড়ানো চিত্তবিনোদনের ব্যবস্থা এখানে না থাকলেও দেশ যেন থাকে হৃদয়ে।