Home আন্তর্জাতিক ক্যাপিটল হিলে আক্রমণ : ট্রামপন্থী ‘প্রাউড বয়’ নেতার ১৭ বছরের জেল

ক্যাপিটল হিলে আক্রমণ : ট্রামপন্থী ‘প্রাউড বয়’ নেতার ১৭ বছরের জেল

অনলাইন ডেস্ক : ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে আক্রমণ চালিয়েছিল ট্রামপন্থীরা। কংগ্রেসের ভেতর ঢুকে ভাঙচুর চালিয়েছিল তারা। অতি দক্ষিণপন্থী একাধিক সংগঠন সেই হামলায় শামিল হয়েছিল। বৃহস্পতিবার এই ঘটনায় দুই অভিযুক্তকে সাজা শুনিয়েছেন আদালত।

একজনের ১৭ বছর এবং অন্যজনের ১৫ বছরের জেল হয়েছে।
সেই হামলার অন্যতম নেতা জোসেফ বিগসকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালতে জোসেফ বলেছেন, তিনি অহিংসায় বিশ্বাসী। কিন্তু ওই দিন সবার উত্তেজনা দেখে তিনিও উত্তেজিত হয়ে পড়েছিলেন।

নিজের কাজের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিগস। একই দিনে আরেক অতিদক্ষিণপন্থী নেতা জ্যাছারি রেলকেও শাস্তি দিয়েছেন আদালত। তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত বছর মে মাসেই জোসেফকে দোষী প্রমাণিত করা হয়।

শাস্তি শোনাতে বেশ কিছুদিন সময় নিয়েছেন আদালত। বিচারক এদিন বলেছেন, ওই দিনের ঘটনায় যুক্তরাষ্ট্রের মূল স্পিরিট আঘাতপ্রাপ্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। মানুষের ভোটকে অস্বীকার করা হয়েছিল। সে কারণেই চরমতম শাস্তি দেওয়া হয়েছে অভিযুক্তদের।

বিগস এর আগে ইরাক যুদ্ধে শামিল হয়েছিলেন। পরে ইনফোওয়ার্স নামের এক ওয়েবসাইটে লিখতেন তিনি। সেখানেও নানা ষড়যন্ত্রমূলক বিষয়ে আলোকপাত করতেন। সমাজিক যোগাযোগ মাধ্যমে অতি দক্ষিণপন্থী আলোচনায় যুক্ত হতেন তিনি। প্রাউড বয়েসের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বিগসের। প্রাউড বয়েস একটি অতি দক্ষিণপন্থী সংগঠন। বর্ণবিদ্বেষমূলক নানা কথা সমাজমাধ্যমে তারা আলোচনা করতেন। ট্রাম্পপন্থী এই সংগঠন ৬ জানুয়ারির হামলায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল বলে অভিযোগ।

বিগসের জন্য ৩৩ বছরের সর্বোচ্চ শাস্তির দাবি করেছিলেন সরকারি আইনজীবী। কিন্তু বিচারক জানিয়েছেন, বিগস কাউকে হত্যার চেষ্টা করেননি। ওই ঘটনায় বহু মানুষের প্রাণ যায়নি। ফলে সর্বোচ্চ শাস্তি তাকে দেওয়া যায় না। তবে সেদিন যা ঘটেছে তা অভূতপূর্ব বলে বর্ণনা করেছেন বিচারক।

ক্যাপিটল হামলার জন্য এখন পর্যন্ত এক হাজার ১০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর আগে আরেক অপরাধীকে ১৯ বছরের সাজা শোনানো হয়েছে।

 

Exit mobile version