Home আন্তর্জাতিক ক্যাপিটল ভবনে হামলায় ‘মন ভেঙেছে’ মেলানিয়ার

ক্যাপিটল ভবনে হামলায় ‘মন ভেঙেছে’ মেলানিয়ার

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকদের হামলায় মন ভেঙেছে ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের। এ ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি যারা তাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন, তাদেরও একহাত নিয়েছেন ট্রাম্পের স্ত্রী। গত ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের টানা পাঁচদিন পর প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন মেলানিয়া।

গতকাল সোমবার হোয়াইট হাউসের এক ব্লগ পোস্টে তিনি লিখেছেন, ‘গত সপ্তাহে যা ঘটেছে, তাতে আমি হতাশ। আমার হৃদয় ভেঙে গেছে।’

মার্কিন ফার্স্টলেডি আরও বলেন, ‘আমাদের ক্যাপিটলে যে সহিংসতা ঘটেছে, তাকে আমি নিন্দা জানাই। সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়।’

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, অধিবেশন চলাকালীন কংগ্রেসে হামলার সময় মেলানিয়া ফটোশুটে ব্যস্ত ছিলেন। ওই হামলা নিয়ে তিনি নীরব ছিলেন। পরে এ নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হন তিনি।

ওই পোস্টে সমালোচনার কড়া জবাব দিয়ে মেলানিয়া লিখেন, ‘এমন হৃদয়বিদারক ঘটনার মধ্যেও আমাকে নিয়ে কুরুচিপূর্ণ জল্পনা, লাগামহীন ব্যক্তি আক্রমণ এবং ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক অভিযোগ করা হয়েছে।’

তিনি বলেন, ‘এগুলো (সমালোচনা) তারাই করেছে, যারা আলোচনায় থাকতে চায় এবং যাদের কোনো উদ্দেশ্য আছে। অথচ দেশ ও দেশের মানুষদের নিরাময়ের এটাই সময়। এই সময়কে ব্যক্তিগত লাভের জন্য কাজে লাগানো উচিত নয়।’

গত বুধবারের ওই সহিংসতায় ক্যাপিটলের এক পুলিশসহ অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় নিহত পাঁচজনের পরিবারের প্রতি সমবেদনা জানান মেলানিয়া।তিনি লিখেন, ‘আমি তাদের স্মরণ করছি। তাদের পরিবারের সদস্যরা যেন এই কঠিন সময় পার করার শক্তি পান, সেই প্রার্থনা করি।’

তবে ক্যাপিটল ভবনের হামলায় তার স্বামী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগের বিষয়ে কিছু বলেননি মেলানিয়া।

Exit mobile version