স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে কাতারের মাটিতে পা রেখে প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে অপ্রত্যাশিত হার। দ্বিতীয় পর্বে ওঠাই তখন শঙ্কা আর্জেন্টিনার। সেই হারের পরই ঘুরে দাঁড়ালো লিওনেল মেসির আর্জেন্টিনা। শুধু ঘুরেই দাঁড়ালো না, দুর্দান্ত খেলা উপহার দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নক আউটে উঠলো আলবিসেলেস্তারা।

নক-আউটে অস্ট্রেলিয়ায়কে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইয়ানলের টিকিটও পেয়ে গেছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে নেদারল্যান্ডকে পেয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

কাতার বিশ্বকাপের নক-আউটের দ্বিতীয় ম্যাচে অধিনায়ক লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টারে উঠে গেছে আর্জেন্টিনা। এর আগে নক-আউট পর্বের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টারের টিকিট নিশ্চিত করেছে নেদারল্যান্ড।

আগামী ১০ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালে ডাচদের বিপক্ষেন মাঠে নামবে আর্জেন্টিনা। এর আগে ২০১৪ বিশ্বকাপে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলো এই দু’দল। সেবার টাইব্রেকারে ডাচদের হারিয়ে ফাইনালে উঠেছিলো আর্জেন্টিনা। এবার কি তবে ডাচদের প্রতিশোধের অয়ালা নাকি আরও একবার দাচ দুর্গের পতন ঘটিয়ে সেমিতে জায়গা করে নেবে লিওনেল মেসির আর্জন্টিনা।