অনলাইন ডেস্ক : ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিসরি রবিবার জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের সময় কোয়াড সম্মেলনে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের ‘পরিস্থিতি নিয়ে মতামত বিনিময় হয়েছে’।

কোয়াড নেতাদের মধ্যে আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ ছিল কি না—এমন এক প্রশ্নের জবাবে নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে মিসরি বলেন, ‘যেমন আমি বলেছি, এই আলোচনাগুলো সেই অঞ্চলের বিষয়গুলো নিয়ে ছিল। তারা হয়ত এক বা অন্য পক্ষের জন্য দ্বিপক্ষীয় স্বার্থের হতে পারে, কিন্তু তারা সেই অঞ্চলের বাইরেও তাৎপর্যপূর্ণ।

এই প্রেক্ষাপটে একাধিক পরিস্থিতি আলোচনা করা হয়েছে। বাংলাদেশের বিষয়ও আলোচনায় স্থান পেয়েছে এবং পরিস্থিতি নিয়ে মতামত বিনিময় হয়েছে।’

উল্লেখ্য, আন্দোলনের মুখ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালাতে বাধ্য হন। এখন পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করছেন।

সূত্র : এএনআই