Home সাহিত্য কিশলয় বড়ুয়া রিতুন-এর কবিতা

কিশলয় বড়ুয়া রিতুন-এর কবিতা

বসন্তের আগমনে

বসন্তের আগমনে
কোকিলের কুহুতান
ফুটেছে শিমুল পলাশ
পাখিরা গাইছে গান।

প্রকৃতি মেতেছে আজ
খেয়ালে আপন
উল্লসিত মনে তাই
আনন্দ প্লাবন
নব কল্লোলে পূর্ণ আজ
কৃষ্ণচূড়া বন।

বসন্ত তুমি
ফিরে এসো বারেবারে
যৌবন আনন্দ স্রোত
বয়ে যাক চারিধারে।

হে নদী

হে নদী বহমান স্রোতে বহিয়া যাও
তোমারি আপন মনে
নিঃশব্দ অবিরত ভাসাও নিরন্তর
তোমার স্রোতের বানে
তোমার বক্ষে পাল তুলিয়া মাঝি নাও বায়
আপন সুরে মধুর কণ্ঠে
ভাটিয়ারী গান গায়
মাঝির গানের সুরের তালে
তোমার হৃদয় ছন্দে দুলে
তোমার স্রোতের কলকল ধ্বনিতে
ঢেউ তরঙ্গ পাই শুনিতে
জোয়ার ভাটার নিত্য চলাচলে
হাওয়া বহে নৌকার পালে
কত সাগর মহাসাগরে মিশিয়া তুমি
নিজেরে করো প্রকাশিত
অবিরাম জলরাশিতে তুমি যে প্রবাহিত
অন্টারিও, কানাডা

Exit mobile version