Home আন্তর্জাতিক কাবুল ছাড়ার চূড়ান্ত পর্যায়ে বিদেশি সেনারা

কাবুল ছাড়ার চূড়ান্ত পর্যায়ে বিদেশি সেনারা

অনলাইন ডেস্ক : দেশত্যাগের আশায় কাবুল বিমানবন্দরে ছুটে আসা বেশিরভাগ আফগানকে আটকে দিচ্ছে তালেবান। এদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্ধার কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে। এর মাধ্যমে আফগানিস্তানে ন্যাটোর ২০ বছরের সামরিক অভিযানের অবসান ঘটছে।

পশ্চিমা নেতারা স্বীকার করেছেন সেনা প্রত্যাহারের অর্থ তাদের কিছু নাগরিক এবং তাদের সহযোগী অনেক আফগান দেশত্যাগ করতে পারছেন না। তবে তাদের সরিয়ে আনতে তালেবানের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা।

বৃহস্পতিবারের আত্মঘাতী হামলার পর লোকজনকে উদ্ধারে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ অভিযান পুনরায় শুরু করলেও তাদের হাতে খুব বেশি সময় নেই। কারণ তালেবানের সাথে হওয়া সমঝোতা অনুসারে ৩১ আগস্টের মধ্যে বিদেশি সৈন্যদের সরিয়ে নিতে হবে।

কাবুল থেকে সব ব্রিটিশ সৈন্য, কূটনীতিবিদ ও কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। রোববার সবশেষ দেশে ফেরেন আফগানিস্তানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত। সবশেষ বিমানটির প্রস্থানের মধ্য দিয়ে আফগানিস্তান যুদ্ধে ব্রিটেনের দুই দশকের সংশ্লিষ্টতার অবসান ঘটেছে।

যুক্তরাষ্ট্রের পশ্চিমা মিত্রদের বেশিরভাগ কাবুলে তাদের উদ্ধার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেছে। শুধু যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী ৩১ আগস্ট পর্যন্ত ২৪ ঘণ্টা উদ্ধার কার্যক্রম চলবে। ইতোমধ্যে অবশিষ্ট মার্কিন সেনারাও দেশে ফিরে যেতে শুরু করেছেন।

বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র জানিয়েছে, জুলাই থেকে মোট ১ লাখ ১৩ হাজার ৫৬০০ মানুষকে উদ্ধার করেছে তারা।সশস্ত্রগোষ্ঠী তালেবানের যোদ্ধারা কাবুলে ঢোকার একদিন আগে অর্থাৎ গত ১৪ আগস্ট মার্কিন উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডাররা কাবুল বিমানবন্দরে আরেকটি হামলার আশঙ্কা করছেন। ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে এ হামলা হতে পারে। চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্রের আফগানিস্তান ত্যাগের শেষ পর্যায়ে এই শঙ্কার কথা জানা গেল।

স্থানীয় সময় শনিবার বাইডেনের এমন ঘোষণার পর কাবুলে মার্কিন দূতাবাস এক সতর্কবার্তায় বলেছে, একটি সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য সন্ত্রাসী হামলার হুমকির কারণে কাবুল বিমানবন্দরের আশপাশের সব মার্কিন নাগরিকের অবিলম্বে এই এলাকা ত্যাগ করা উচিত।

Exit mobile version