বিনোদন ডেস্ক : বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে বুধবার প্রশংসিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। কান চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশনে প্রথম বাংলাদেশি সিনেমা এটি। এর মধ্যদিয়ে বাংলাদেশ নতুন ইতিহাস গড়লো। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী বাঁধন। নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালনায় সিনেমাটি কানে প্রদর্শিত হওয়ার পর ‘স্ট্যান্ডিং ওভেশন’ পেয়েছে। সে সময়টার একটা ভিডিও ক্লিপস ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে আনন্দে কেঁদে ফেলা অন্য এক বাঁধনকে দেখা যায়। সঙ্গে দেখা গেছে আবেগ আর উচ্ছ্বাস চেপে রাখা সাদসহ পুরো টিমকে।

‘রেহানা মরিয়ম নূর’ ছবিটি কানের ডবসি থিয়েটারে বুধবার স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় ৩টা ১৫ মিনিট) প্রদর্শনী শুরু হয়। প্রায় পৌনে ২ ঘণ্টা ব্যাপ্তির এই সিনেমাটির শুরু থেকে শেষ অবধি হলভর্তি দর্শক দেখেছেন পিনপতন নীরবতায়। শেষ হওয়ার পর দর্শক দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন এবং হাততালিতে মুখরিত করেন ডবসি থিয়েটার। এমন গৌরবময় দিনটিকে নিয়ে বাঁধন বলেন, এটা শুধু রেহানা মরিয়ম নূর এর সঙ্গে জড়িতদের একার সম্মান নয়। এটা আমাদের পুরো বাংলাদেশের সম্মান। আমরা দেশকে সঙ্গে করে নিয়ে এসেছি। আজকের (বুধবার) দিনটা ছিল অন্যরকম। কেমন অন্যরকম সেটা ভাষায় বোঝাতে পারবো না। আগামী ১৮ই জুলাই অভিনেত্রীসহ পুরো টিম দেশে ফিরবেন। অভিনেত্রীর এই ছবিটি শুরু থেকে বেশ আলোচনায়। এই ছবিটির জন্য বাঁধনকে বেশ চ্যালেঞ্জ নিতে হয়েছে বলেও জানান। তার ভাষ্য, এই ছবির জন্য দেড় বছর আমি অন্য কোনো কাজ করিনি। এই ছবির কাজের দেড় বছর আমার জন্য মূল্যবান সময় ছিল। এখানে কাজ করতে গিয়ে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি। চ্যালেঞ্জ নিয়ে আমি এই কাজটি করেছি। যে সময় সবার একটাই কথা ছিল আমি হারিয়ে যাচ্ছি। আমার ক্যারিয়ার শেষ। ঠিক সেই সময়ে আমি এই কাজ শুরু করি। অবশেষে আমার পরিশ্রম সার্থক হয়েছে।