Home কানাডা খবর কানাডা আওয়ামী লীগের উদ্যোগে আল জাজিরা অপশক্তির “অল দ্যা প্রাইম মিনিস্টার মেন”...

কানাডা আওয়ামী লীগের উদ্যোগে আল জাজিরা অপশক্তির “অল দ্যা প্রাইম মিনিস্টার মেন” শিরোনামে মিথ্যা ও মানহানিকর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা

আল জাজিরার ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শীর্ষক প্রতিবেদনের বিরুদ্ধে কানাডা আওয়ামী লীগের উদ্যোগে এক জুম ভিডিও ভার্চুয়াল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দলীয় সভাপতি গোলাম মাহমুদ মিয়ার সভাপতিত্বে ও সদস্য তাজুল ইসলামের সঞ্চালনায় এই সভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বক্তাদের বক্তব্যে আল জাজিরার কল্পনাপ্রসূত ও মিথ্যাচারপূর্ণ এই প্রতিবেদনের বিভিন্ন অসার দিক ফুটে উঠেছে। এই প্রতিবেদনের উদ্দেশ্য হল প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীকে বিতর্কিত করে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা। মূলত নিউ ইয়র্কে টুইন টাওয়ার হামলার ব্যাপক প্রচার ও আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের বক্তব্য প্রচার করার মাধ্যমে সন্ত্রাসবাদের সাথে এদের সম্পৃক্ততা প্রকাশ পায়। উদ্দেশ্য প্রণোদিত, ভিত্তিহীন, অসত্য ও কাল্পনিক সংবাদ প্রচারের অভিযোগে বিভিন্ন সময়ে আল-জাজিরার স¤প্রচার বন্ধ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত বিভিন্ন দেশ। আল জাজিরা বরাবরই বাংলাদেশ ও সরকার বিরোধী বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সেই মহান মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে মিথ্যাচার, যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়াকে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কিত করা প্রয়াস, হেফাজতে ইসলামের শাপলা চত্বর অবরোধ প্রাক্কালে উসকানীমূলক প্রচার, শিক্ষার্থীদের নিরাপদ সড়কসহ অন্যান্য বিষয়ে নেতিবাচক সংবাদ পরিবেশন করেছে। দেশ-বিরোধী বিএনপি ও স্বাধীনতা বিরোধী জামায়াত চক্র জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কৌশলে ধরাশায়ী হয়ে মিথ্যাচারপূর্ণ অপপ্রচারে লিপ্ত হয়েছে। দেশে-বিদেশে রয়েছে তাদের নিয়োজিত কতিপয় ব্যক্তি যারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় সরকার ও দেশ বিরোধী অপপ্রচারে লিপ্ত। আল জাজিরার এই প্রতিবেদন তৈরিতে জড়িত আছে জামায়াতের পেইড এজেন্ট ডেভিড বার্গম্যানসহ বিদেশে পলাতক রাষ্ট্রদ্রোহী প্রাক্তন সামরিক ও বেসামরিক কিছু ব্যক্তি। তাই সামরিক বাহিনীকে উসকে দিয়ে ও জনগণকে বিভ্রান্ত করে অবৈধভাবে সরকার হটানোর অপপ্রয়াসে এই ধরণের প্রতিবেদন প্রচার করেছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বক্ষেত্রে দেশের যেমন ব্যাপক উন্নয়ন ঘটেছে, তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন অবদান রেখে তিনি আজ বিশ্বনেতার মর্যাদায় অধিষ্ঠিত। অধিকন্তু দেশের জনগণের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসায় নিষিক্ত নেত্রী স্বীয় মেধা, প্রজ্ঞা, দূরদর্শিতা ও নেতৃত্বের কুশলতায় অপ্রতিদ্ব›দ্বী নেত্রীর আসনে অধিষ্ঠিত। তাই আল জাজিরার নগণ্য এই ভুয়া প্রতিবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশাল জনপ্রিয়তাকে যেমন ম্লান করতে পারবে না, তেমনি তার প্রতি জনগণের নিরঙ্কুশ আস্থায় চিড় ধরাতে পারবে না। আহাদ চৌধুরী তার বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধারা মাননীয় প্রধানমন্ত্রী জাগ্রত সৈনিক। বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্যই সুপরিকল্পিতভাবে স্বাধীনতার বিরোধী শক্তি আল-জাজিরার মাধ্যমে এসব মিথ্যাচার জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। তাই মুক্তিযোদ্ধারা যেকোন অবস্থাতেই এটা প্রতিহত করবেন। তিনি আরো বলেন, যারা অন্যায় করছে তাদেরকে কোন অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য বঙ্গবন্ধুর সৈনিকেরা যে যার অবস্থান থেকে প্রতিবাদ করবে এবং দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে সামনের দিকে নিয়ে যাবে। তথাপি আল জাজিরার এই হলুদ সাংবাদিকতাকে প্রশ্রয় দেয়া যায় না। তাই বক্তাদের সকলই আল জাজিরার এই প্রতিবেদন প্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি যার যার অবস্থান থেকে বক্তব্য ও লেখালেখির মাধ্যমে প্রতিবাদ করে যাওয়ার গুরুত্বও তুলে ধরা হয়েছে। এমনকি প্রবাসে পলাতক এই প্রতিবেদন তৈরির নেপথ্যের কুশীলবদের প্রতিরোধ করার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করা হয়েছে। পরিশেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের মিলু, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বাকসুর সাবেক ভিপি ফাইজুল করিম। কানাডা আওয়ামী লীগের সহ-সভাপতি যথাক্রমে সৈয়দ আব্দুল গফ্ফার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিবুর রহমান, তোফাজ্জাল আলী, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে ইয়াহিয়া আহমেদ, ইমরুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ বজলুর রশিদ, উপদেষ্টা শ্যামল দত্ত, দীপক ধর অপু, সদস্য যথাক্রমে মাসুদ সিদ্দিকী, পুলক তরফদার, আশীষ পাল, জুটন তরফদার, বিজয় দেব, অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মাসুদ আলী, সহ-সভাপতি যথাক্রমে নওশের আলী, অ্যাডভোকেট রাধিকা রঞ্জন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার, দপ্তর সম্পাদক খালেদ শামীম, মহিলা বিষয়ক সম্পাদিকা হাসমত আরা জুঁই, উপদেষ্টা অ্যাডভোকেট আফিয়া বেগম, আইন বিষয়ক সম্পাদক আসমা বেগম, কানাডা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা আক্তার জানু, সহ-সভানেত্রী দীনা সাঈদ, সদস্য রিনা চৌধুরী, জিনাত হোসেন, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মমতাজ শাহানাজ, সাবেক ছাত্র নেতা জিয়াউল হক, ক্যুইবেক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজিম আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্টজন জিনাত হোসেন, সান দে, লিটন কাজী, মোস্তাফিজুর রহমান, নাহিদ কামাল ও আরো অনেকে।

Exit mobile version