Home কানাডা খবর কানাডায় ভ্রমণকারীদের নিজস্ব ব্যয়ে বিমানবন্দরে কোবিড-১৯ টেস্ট করা ও নির্ধারিত হোটেলে কোয়ারেন্টাইন...

কানাডায় ভ্রমণকারীদের নিজস্ব ব্যয়ে বিমানবন্দরে কোবিড-১৯ টেস্ট করা ও নির্ধারিত হোটেলে কোয়ারেন্টাইন থাকতে হবে

সুহেল ইবনে ইসহাক, টরন্টো, কানাডা: কানাডার মূল বিমান সংস্থা জনপ্রিয় সূর্য গন্তব্যে পরিষেবা স্থগিত করেছে। বিদেশ থেকে প্রত্যাবর্তিত যাত্রীরা বিমানবন্দরে পরিচালিত কভিড-১৯ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে একটি নির্ধারিত হোটেলে আইসোলেটেড করা হবে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুক্রবার এ ঘোষণা দেন। (খবর: ফিনান্সিয়াল পোস্ট)
ভ্রমণকে নিরুৎসাহিত করা এবং আরও সংক্রামক বৈকল্পের বিস্তার হ্রাস করার লক্ষ্যে নতুন বিধিনিষেধের অংশ হিসাবে ট্রুডো বলেছিলেন যে, বিমানবন্দরে কভিড-১৯ পরীক্ষার ফলাফলের অপেক্ষায় থাকাকালীন সময়ে সমস্ত প্রত্যাবর্তনকারী কানাডিয়ান নিজস্ব ব্যয়ে তিন দিনের জন্য অনুমোদিত হোটেলটিতে পৃথক থাকতে হবে। প্রধানমন্ত্রী ট্রুডো বলছেন যে, প্রয়োজনের তাগিদে প্রত্যেক ভ্রমণকারীকে ২০০০ ডলারেরও বেশি খরচ করার প্রয়োজন হতে পারে। কবিড-১৯ পরীক্ষার নিগেটিভ ফলাফল প্রাপ্ত ব্যক্তিরা ঘরে বসে বাধ্যতামূলকভাবে বাকি দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইন থাকতে হবে। যদিও পজিটিভ ফলাফল প্রাপ্ত ব্যক্তিরা তাদের জন্য নির্ধারিত সরকারি সুযোগ-সুবিধার মধ্যে আইসোলেটেড করা হবে। এয়ার কানাডা, ওয়েস্ট জেট, সানউইং এবং এয়ার ট্রান্স্যাট গত রবিবার থেকে ৩০ এপ্রিল পর্যন্ত শুরু হওয়া সমস্ত ক্যারিবীয় গন্তব্য এবং মেক্সিকো পরিষেবা স্থগিত করবে, সমস্ত আন্তর্জাতিক যাত্রীসমেত বিমানগুলি কেবলমাত্র ভ্যানকুভার, টরন্টো, ক্যালগারি এবং মন্ট্রিয়াল এই চারটি বিমানবন্দরে অবতরণ করবে।

Exit mobile version