অনলাইন ডেস্ক : ২০১৯ সালের ২৮ জুলাই পুলিশ মারখামের ক্যাসলমোর এভিনিউর নিজ বাড়ী থেকে মনিরুজ্জামান, তার স্ত্রী মমতাজ বেগম, মমতাজ বেগমের মা ফিরোজা বেগম এবং মেয়ে মালিসা জামানের মৃতদেহ উদ্ধার করে। এদের হত্যার অভিযোগে মনির-মমতাজ দম্পতির সন্তান মিনহাজ জামানকে পুলিশ বাড়ী থেকেই গ্রেফতার করে। নতুন দেশ

মিনহাজের আইনজীবী মোনাকো জানান, বৃহস্পতিবার বিকেলে আদালতে অপরাধ স্বীকার করেছেন মিনহাজ। বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণের মামলার রায় হবে আগামী ২৬ আক্টোবর।

বাবা, মা, বোন এবং নানীকে নৃশংসভাবে খুন করার এই সংবাদ বাংলাদেশ কমিউনিটিসহ পুরো কানাডায় ব্যাপক প্রতিক্রিয়া হয়। পরিবারের সদস্যদের খুন করে মিনহাজ জামান অনলাইন গেমিং প্ল্যাটফরমে খুনের বিস্তারিত তথ্য প্রকাশ করে বলে সেই সময় কানাডার সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছিলো।