Home কানাডা খবর কানাডায় বর্ণাঢ্য আয়োজনে ঈদুল আয্হা উদযাপন : প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ঈদ শুভেচ্ছা

কানাডায় বর্ণাঢ্য আয়োজনে ঈদুল আয্হা উদযাপন : প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ঈদ শুভেচ্ছা

ডানফোর্থ ইসলামিক সেন্টার-এর আয়োজনে ডেন্টোনিয়া পার্কে ঈদের বৃহৎ জামাত (ছবি: বাংলা কাগজ)

সুহেল ইবনে ইসহাক: যথাযথ ধর্মীয় মর্যাদা, আনন্দ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কানাডায় মুসলিম স¤প্রদায় তাদের অন্যতম ধর্মীয় উত্সব ঈদুল আয্হা উদযাপন করেছে। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুয়ায়ী নির্ধারিত ফার্মগুলোতে পশু কোরবানি দিয়েছেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক ভিডিও বার্তায় সালাম বিনিময়ের মাধ্যমে কানাডাসহ বিশ্বের মুসলিম স¤প্রদায়কে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

মানুষের এই জনপদ যখন বিগত তিন বছর ছিল করোনার বদৌলতে মৃত্যুপুরী, বিশ্ব দেখে চলেছে সভ্যতার গগণ বিদারি চিত্কার, পরাজিত মানুষের মৃত্যুর মিছিল। মহান আল্লাহর কৃপায় আজ বিশ্ব অনেকটা স্থিতিশীল। তথাপি রাশিয়া-ইউক্রেন পরিস্থিতিতে বিশ্ব শান্তি যবে হুমকির সম্মুখীন। মানবতার অদৃশ্য রণডঙ্কা। ঠিক তখনি মানবতার জয়গান গেয়ে, ত্যাগ-তিতিক্ষার, উত্সর্গের মহান ব্রত নিয়ে মুসলিম জাহানে উদযাপিত হলো পবিত্র ঈদুল আয্হা।

ডানফোর্থ ইসলামিক সেন্টার-এর আয়োজনে ডেন্টোনিয়া পার্কে ঈদের বৃহৎ জামাত (ছবি: বাংলা কাগজ)

কানাডার বাণিজ্যিক রাজধানী টরন্টোতে প্রতিবারের মতো বাঙালি অধ্যুষিত এলাকা ড্যান্টোনিয়া পার্কে ডেনফোর্থ ইসলামিক সেন্টারের আয়োজনে কানাডার সর্ববৃহত বাঙালিদের অংশগ্রনের ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে নয়টায়। এছাড়াও মসজিদ আল আবেদীন, ড্যানফোর্থস্থ বায়তুল আনাম, বায়তুল মোকারম এবং মদিনা মসজিদে ৫/৬টি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

কানাডার প্রতিটি প্রদেশে এবং বড় বড় শহরগুলো থেকে ঈদোত্সবের খবর পাওয়া গেছে। এবারের ঈদের দিন শনি-রবি সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় আনন্দের মাত্রা আরও দ্বিগুণ বৃদ্ধি পায়।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রতিবারের মতো ঈদ উপলক্ষ্যে এক ভিডিও বার্তায় সালাম বিনিময়ের মাধ্যমে মুসলিম স¤প্রদায়ের প্রশংসা করে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘সারা দেশে এবং বিশ্বের মুসলমানদের যারা তাদের ভালোবাসার মানুষদের সঙ্গে একত্রিত হচ্ছেন এবং আজ রাতে ঈদুল আযহা উদযাপন করছেন: ঈদ মোবারক! আমি আশা করি আপনি আপনার বিশ্বাসের অনুশীলনের মাধ্যমে শান্তি এবং অর্থ খুঁজে পাবেন।’ প্রায় দুই বছর বিরতির পর স্বাস্থ্যবিধি শিথিল হওয়ায় প্রবাসীরা নতুন আমেজে ভিন্ন মাত্রায় উদযাপন করছে ঈদুল আজহা। ঈদের এদিন এখানে কারো কারো থাকে কর্মদিবস। তবুও খুব ভোরে নতুন পোশাক পরে আগেভাগে বের হয়ে পড়েন ঈদের নামাজ আদায় করতে।মসজিদে নামাজ শেষে পরিবার-পরিজন নিয়ে বের হন। ঘুরতে যান বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনের বাসায়। সাধারণত ঈদ উপলক্ষে কানাডায় সরকারি ছুটি থাকে না। সবাইকে যার যার কাজে যোগ দিতে হয়। তারপরও ঈদ উদযাপনে নতুন পোশাক পরে সবাই একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। কাজ শেষ পরিবার আত্মীয়-স্বজন বন্ধু বান্ধবদের সাথে মেতে উঠেন ঈদ আনন্দে। টরেন্টো, ক্যালগেরি, অটোয়া, সাস্কাচুয়ান, মন্ট্রিলসহ কানাডা জুড়ে বর্ণাঢ্য আয়োজনে ঈদ উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদের দিনটি ছিল কাছের মানুষদের সঙ্গে আড্ডার পাশাপাশি সুস্বাদু খাবারের আয়োজন।

Exit mobile version