
হাসান আমিন: পোপ সেইন্ট দ্বিতীয় জন পল ১৯৮৭ সালে শেষবার কানাডায় একটি আদিবাসী স¤প্রদায় পরিদর্শন করেছিলেন। সেখানে তিনি ক্যাথলিক মিশনারিদের ভূমিকার প্রশংসা করে বলেছিলেন, “আপনাদের (আদিবাসী) সংস্কৃতি এবং ঐতিহ্যের পুনরুজ্জীবন যা আপনারা আজ জানেন; তা মূলত ধর্মপ্রচারকদের উদ্যোগ এবং ক্রমাগত প্রচেষ্টার কারণে।” এরপর আর কোন পোপ কানাডা সফরে আসেননি। পঁয়ত্রিশ বছর পর পোপ ফ্রান্সিস কানাডা ও আদিবাসী স¤প্রদায়ের প্রথম সফরে একটি উল্লেখযোগ্য ভিন্ন বার্তা দেবেন বলে আশা করা হচ্ছে। এ সফরটিকে স¤প্রতি রোমান ক্যাথলিক নেতা “একটি প্রায়শ্চিত্তমূলক তীর্থযাত্রা” হিসাবে উল্লেখ করেছেন।
গত রোববার কানাডায় পৌঁছেছেন পোপ ফ্রান্সিস। আগামী ৩০ জুলাই পর্যন্ত দেশটিতে সফর করবেন তিনি। কানাডার আদিবাসি নেতারা ও আবাসিক স্কুল থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা বলেছেন, তারা পোপ ফ্রান্সিসের কাছ থেকে ক্ষমা চাওয়ার চেয়েও বেশি কিছু আশা করছেন। কানাডায় আদিবাসি শিশুদের ওপর চালানো গণহত্যা ও যৌন নির্যাতনের মত ঘটনার বিষয়ে পদক্ষেপ চান।
১৯৮০ সালের দিকে সরকারি অর্থে চার্চ পরিচালিত ইনস্টিটিউশনে প্রায় দেড় লাখ আদিবাসী শিশুকে জোরপূর্বক ভর্তি করা হয়। যেখানে শারীরিক ও যৌন নির্যাতনের পাশাপাশি ব্যাপক মাত্রায় তাদের প্রতি অবহেলা ছিল। এক শতাব্দিরও বেশি সময় কানাডা সরকার স্কুলগুলোতে অর্থায়ন করলেও এগুলো পরিচালনা করতো ক্যাথলিক গির্জা। সবশেষ স্কুলটি ১৯৯৬ সালে বন্ধ হয়ে যায়। এসব স্কুলের অনেক শিক্ষার্থীই শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হতো বলে অভিযোগ রয়েছে।
২০১৫ সালে কানাডার ‘ট্রæথ অ্যান্ড রিকনসিলেশন কমিশন’এর এক প্রতিবেদনে বলা হয়, আদিবাসী শিশুদের তাদের বাবা-মা ও সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করে সাংস্কৃতিক গণহত্যা চালানো হয়েছিল। ২০১৫ সালে প্রকাশিত চুড়ান্ত প্রতিবেদনে কয়েক হাজার ভুক্তভোগীর সাক্ষ্য গ্রহণ করা হয়। ওই প্রতিবেদনেই স্কুল পরিচালনায় চার্চের ভূমিকার জন্য কানাডার মাটিতে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। এ বছরের গোড়ার দিকে পোপ ফ্রান্সিস ফার্স্ট নেশন, ইনুইট ও মেটিস প্রতিনিধিদের কাছে ক্ষমা চাওয়ার আগ পর্যন্তও এ দাবি উপেক্ষিত ছিল। ভুক্তভোগীরা এখনও কানাডার মাটিতে পোপের ক্ষমা চাওয়া দেখার আশায় রয়েছেন।
আধ্যাত্মিক প্রায়শ্চিত্ত সফর :
ভ্যাটিকান বিশেষজ্ঞ এবং পেনসিলভানিয়ার ভিলানোভা বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্তে¡র অধ্যাপক ম্যাসিমো ফ্যাগিওলি বলেছেন, এই ভ্রমণটি ভাল অর্থে একটি ‘আধ্যাত্মিক অপমান’। ঐতিহাসিকভাবে পোপের সফরগুলো হয় তার কর্তৃত্ব বৃদ্ধির বিষয়ে – পোপ এবং ক্যাথলিক চার্চ কতটা মহান তা বোঝানোর জন্য।
ফ্যাগিওলি বলেছেন, এক বছর আগেও এমন একটি সফর অকল্পনীয় ছিল, যেখানে কানাডিয়ান বিশপ এবং পোপ আবাসিক স্কুলে আদিবাসী শিশুদের অপব্যবহারের বিষয়ে ক্যাথলিক চার্চের ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান উপেক্ষা করছিলেন। তিনি বলেন, যেখানে পোপ তার হাঁটুর সমস্যাকে দায়ী করে গত মাসে বেশ কিছু পূর্ব নির্ধারিত সফর স্থগিত করেছিলেন, সেখানে কানাডা সফর প্রমাণ করে তিনি এটিকে অগ্রাহ্য করার ঝুঁকি বুঝতে পেরেছিলেন।
বিশ্বাস পুনরুদ্ধার
কিভাবে অপব্যবহারের সংকট ভিন্ন কিছুতে রূপান্তরিত হয়েছে, কানাডা এবং আবাসিক স্কুলগুলো এর সবচেয়ে স্পষ্ট উদাহরণ উপস্থাপন করে, বলেন ফ্যাগিওলি। এটি আর কেবল পাদরিদের দ্বারা যৌন নির্যাতন নয়, তবে এটি সাংস্কৃতিক অপব্যবহার, কর্তৃত্বের অপব্যবহার, সাংস্কৃতিক গণহত্যা। এটি একটি দানবীয় ঘটনা।
উপনিবেশ এবং রূপান্তর :
মার্চের শেষের দিকে আদিবাসী নেতাদের একটি প্রতিনিধি দল, আবাসিক স্কুল থেকে বেঁচে যাওয়া এবং প্রবীণদের একটি প্রতিনিধি দল ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সাথে দেখা করেন। যেখানে কেউ কেউ তাকে ‘আবিষ্কারের মতবাদ’ প্রত্যাহার করার আহ্বান জানিয়েছিল।
এটি ১৫ শতকের একটি পোপ আদেশ যা অ-খ্রিস্টানদের উপনিবেশ, ধর্মান্তর ও দাসত্ব এবং তাদের জমি দখলকে ন্যায্যতা দেয় – এবং আদিবাসী নেতারা বলেন, কানাডিয়ান ভারতীয় আইনকে প্রভাবিত করেছিল এ মতবাদ।
ভ্যাটিকান জাদুঘরগুলোর কাছে আদিবাসী শিল্পকর্ম এবং শিল্প ফেরত দেয়ার দাবিও উঠেছে। অনেক বস্তু ভ্যাটিকানকে এক শতাব্দী আগে দেয়া হয়েছিল। কিন্তু আদিবাসী প্রতিনিধিরা সেই সময়ে ক্ষমতার ভারসাম্যহীনতার কারণে উপহারগুলো স্বেচ্ছায় প্রদানের বিষয়ে প্রশ্ন তোলেন। ভ্যাটিকান মুখপাত্র মাত্তেও ব্রুনি পোপের সফরের সময় বা পরে নিদর্শনগুলোর সম্ভাব্য ফেরত আনার সম্ভাবনা উড়িয়ে দেননি।
কিন্তু ভ্যাটিকান পর্যবেক্ষকরা বলছেন যে, আবিষ্কারের মতবাদ প্রত্যাহার করার দাবিটি বোধগম্য হলেও পোপ তা করবেন এমন সম্ভাবনা খুবই কম। প্রদত্ত ডিক্রিটি ১৮০০ এর দশকের শেষের দিকে বিপরীত বার্তা সহ অন্য একটি ডিক্রি দ্বারা বাতিল করা হয়েছিল। এই (ডিক্রিগুলো) গির্জায় আর আইন হিসেবে নেই, বলেছেন আন্তোনিও হফমিস্টার, যিনি একজন ব্রাজিলিয়ান ধর্মযাজক। তিনি তিন বছর ধরে এডমন্টনে বসবাস করেন এবং ভ্যাটিকানে কাজ করেন? আন্তোনিও হফমিস্টার বলেন, এগুলো গির্জার মতবাদের অংশ নয় কারণ অন্যান্য মতবাদ পরে জারি করা হয়েছিল – যা বলে যে, এমন কিছুই নেই যা উপনিবেশবাদকে ন্যায্যতা দিতে পারে।
পর্যবেক্ষকরা বলছেন, ক্যাথলিক চার্চ দ্বারা আদিবাসী স¤প্রদায়ের ক্ষতি মেরামত করার জন্য পোপের কানাডা সফর বিশেষভাবে উল্লেখযোগ্য। ২০১৭ সালে জি-৭ সম্মেলনাপরবর্তী সফরের অংশ হিসেবে কানাডার প্রধানমন্ত্রী ভ্যাটিকান সফরে যান এবং পোপের সঙ্গে দেখা করেন। সে সময় কানাডায় ক্যাথলিক চার্চ পরিচালিত স্কুলগুলোতে আদিবাসী শিশুদের ওপর যে নির্যাতন চালানো হয়েছিল তার জন্য পোপ ফ্রান্সিসকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছিলেন জাস্টিন ট্রুডো।
এক সপ্তাহ নাগাদ পোপ ফ্রান্সিসের কিউবেক শহরে আগমনের প্রস্তুতি বেশ ভালোমতই সম্পন্ন হয়েছে। প্রদেশে মোট দুটি সমাবেশ হবে। প্রথমটি আগামিকাল বুধবার আব্রাহামের সমভূমিতে অনুষ্ঠিত হবে যা সাধারণ জনগণের জন্য উন্মুক্ত। মূল অনুষ্ঠানটি পরের দিন বৃহস্পতিবার কিউবেক সিটির উত্তর-পূর্বের একটি স্থানে গণ-জমায়েতে অনুষ্ঠিত হবে, যেখানে পোপ ক্ষমা প্রার্থনা করবেন। মন্ট্রিলের দক্ষিণ তীরে অবস্থিত একটি মোহাক হ্যামলেটের কাউন্সিল চিফ আর্নল্ড বোয়ারের মতে, “সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হবে, তাই লজিস্টিক সংক্রান্ত সমস্যা এড়াতে আপনাকে সকাল ৬টার মধ্যে নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে হবে।
অ্যাসেম্বলি অফ ফার্স্ট নেশনস কুইবেক-ল্যাব্রাডরের প্রধান ঘিসলেন পিকার্ড উল্লেখ করেছেন যে, উক্ত অনুষ্ঠানে জীবিতদের অগ্রাধিকার দেবার জন্য আমরা আয়োজকদের যথেষ্ট চাপ প্রদান করেছিলাম। তারপরও যথেষ্ট সীমাবদ্ধতা থাকা সত্তে¡ও পিকার্ড আশাবাদী। সূত্র : সিবিসি