হাসান আমিন: গত ৬ই মে, শনিবার লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবিতে এক জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লসকে শপথের পর আনুষ্ঠানিকভাবে রাজমুকুট পরানো হয়েছে। এরই সাথে চার্লস সাবেক ব্রিটিশ উপনিবেশ কানাডার নতুন প্রধান হিসেবেও স্থলাভিষিক্ত হলেন। মূলত চার্লস যুক্তরাজ্য ও আরো ১৪টি রাষ্ট্রের রাজত্ব পান গত সেপ্টেম্বরে, যখন তার মা এলিজাবেথ সিংহাসনে বসার ৭০ বছর পর মারা যান। অন্যদিকে, ব্রিটেনসহ কমনওয়েলথ সদস্যভুক্ত ৫৪টি দেশের কিছু মুদ্রা বা নোটেও রয়েছে রানির প্রতিকৃতি। এবার তারা কী করবে, সেটাও প্রশ্ন। কানাডায় মুদ্রা ও ২০ ডলারের প্লাস্টিক ব্যাংক নোটে রয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি। এখন রাজা চার্লস তৃতীয় আনুষ্ঠানিকভাবে কানাডার সার্বভৌমত্বের মুকুট পরার পর তাঁর পূর্বসূরি প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ প্রতিস্থাপন করবেন।
রয়্যাল কানাডিয়ান মিন্টের প্রেসিডেন্ট এবং সিইও মেরি লেমে সিবিসিকে বলেছেন, চার্লসের সরকারী প্রতিকৃতি তৈরির প্রক্রিয়া যা কানাডার মুদ্রায় শোভা পাবে, তার সম্পন্ন করতে বেশ কয়েকটি ধাপ রয়েছে। প্রথমে মিন্টকে আগ্রহী শিল্পীদের আমন্ত্রণ জানাতে হবে এবং প্রস্তাবিত নকশা জমা দেওয়ার জন্য আহবান জানাতে হবে। এরপর বাছাই প্রক্রিয়া শেষ হলে এটি বাকিংহাম প্যালেসের দ্বারা চূড়ান্ত এবং অনুমোদিত হতে হবে। আমরা এই শরতের মধ্যে নির্বাচিত নকশা শেয়ার করতে সক্ষম হব বলে আশা করি, তাই আমি মনে করি এটি একটি বড় মুহূর্ত হবে, লেমে বলেন। তিনি আরও যোগ করেছেন যে নতুন কয়েন প্রচলন করতে এখনও কয়েক সপ্তাহ লাগবে। কানাডার কয়েনে চার্লসের প্রতিকৃতি বাম দিকেও থাকবে, তার বিপরীতে তাঁর মায়ের ছবি থাকবে, যিনি ডান দিকে মুখ করে আছেন। একটি নতুন ২০ ডলারের প্লাস্টিক ব্যাংক নোট তৈরি করার প্রক্রিয়াটি কয়েক বছর লাগবে বলে ধারণা করা হচ্ছে।
৬ মে, শনিবার সকালে আটোয়াতে নতুন রাজার রাজ্যাভিষেক উপলক্ষে কানাডিয়ান আয়োজন রাখা হয়। অটোয়ার স্যার জন এ. ম্যাকডোনাল্ড ভবনের অনুষ্ঠানে বক্তৃতা, সঙ্গীত পরিবেশনা এবং ২১-বন্দুক-স্যালুট অন্তর্ভুক্ত ছিল। সংক্ষিপ্ত উদ্বোধনী বক্তব্যের পর অ্যালগনকুইন কবি এবং আধ্যাত্মিক উপদেষ্টা আলবার্ট ডুমন্ট রাজার সাথে আদিবাসীদের অতীত এবং ভবিষ্যতের সম্পর্কের প্রতিফলন নিয়ে একটি বিবৃতি দিয়েছেন। চার্লস এই সপ্তাহের শুরুতে আদিবাসী নেতাদের সাথে সাক্ষাত করেছেন। যারা বলেছিলেন, তারা আশা করেন যে বৈঠকটি রাজা এবং আদিবাসীদের মধ্যে সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। যদিও অটোয়ার আয়োজন যুক্তরাজ্যে অনুষ্ঠিত আয়োজনের তুলনায় মোটামুটি ছোট ছিল, তবে এটি কানাডার রাজকীয় প্রতীকগুলোতে কিছু পরিবর্তন সূচিত করেছে। রাজা চার্লসের ছবি প্রদর্শন করে নতুন মুদ্রার চিত্রের পরিকল্পনার পাশাপাশি রয়্যাল কানাডিয়ান মিন্ট এই উপলক্ষে সংগ্রাহক মুদ্রার একটি নতুন সেট উন্মোচন করেছে।
একইভাবে, কানাডা পোস্ট রাজা চার্লসকে চিত্রিত করে একটি ডাকটিকিট উন্মোচন করেছে। যা কানাডার সার্বভৌম মুখের পোস্টেজ স্ট্যাম্প জারি করার ১৭০ বছরেরও বেশি সময়ের ঐতিহ্য বজায় রেখেছে। কানাডা পোস্টের দায়িত্বে থাকা প্রকিউরমেন্ট মিনিস্টার হেলেনা জ্যাকজেক বলেছেন, নতুন ডাকটিকিট উন্মোচন ঐতিহাসিক মুহূর্তটিকে স্মরণ করার একটি চমৎকার উপায়। কমনওয়েলথ জুড়ে কানাডিয়ান এবং জনগণের জন্য রাজ্যাভিষেক একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ, তিনি বলেন। দীর্ঘদিনের ঐতিহ্যকে অব্যাহত রেখে কানাডিয়ান স্ট্যাম্পে এটি উদযাপন করা একমাত্র উপযুক্ত। সরকার কানাডিয়ান মুকুটের একটি নতুন নকশাও উন্মোচন করেছে, একটি প্রতীক যা কানাডার কোট অব আর্মস এর উপরে বসেছে। পূর্ববর্তী মুকুটে বৈশিষ্ট্যযুক্ত প্রতীক যেমন শীর্ষে একটি ক্রস এবং সোনার ক্রসের একটি বৃত্ত এবং ফ্লেউর-ডি-লাইস। নতুন নকশায় সেই চিহ্নগুলোর উপরে একটি অর্ডার অফ কানাডা মেডেলের অনুরূপ এবং একটি রিং এবং সোনার ম্যাপেল পাতার সাথে প্রতিস্থাপন করেছে।
কিংস প্রিভি কাউন্সিলের সভাপতি মন্ত্রী বিল বেøয়ার বলেছেন, নতুন নকশাটি ‘অনন্যভাবে কানাডিয়ান’। তিনি উল্লেখ করেন, নতুন মুকুটে একটি তরঙ্গায?িত নীল রেখাও রয়েছে যা কানাডার জলপথের গুরুত্ব সম্পর্কে আদিবাসী শিক্ষার প্রতিনিধিত্ব করে। আমাদের রাজকীয় প্রতীকগুলো অবশ্যই কানাডিয়ান হিসেবে একত্রিত হওয়ার জন্য অন্তর্ভুক্ত হতে হবে এবং সেগুলো অবশ্যই বিশ্বে আমাদের আলাদা করার জন্য অনন্য হতে হবে, তিনি বলেন। “আমাদের সাংবিধানিক রাজতন্ত্রের অন্যতম শক্তি হল এর মানিয়ে নেওয়ার ক্ষমতা। ১৮৬৭ সাল থেকে আমরা অনেক দূর এগিয়েছি এবং এই উন্নয়নের প্রতিফলন ঘটাতে আমাদের প্রতীকগুলো পরিবর্তিত হয়েছে।
প্রাদেশিক ও আঞ্চলিক অনুষ্ঠানও কানাডার লেফটেন্যান্ট-গভর্নর এবং আঞ্চলিক কমিশনারদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং গভর্নর জেনারেল মেরি সাইমন চার্লসের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চার্লস যুক্তরাজ্যের জনগণকে ‘ন্যায়বিচার ও করুণা’ দিয়ে শাসন করার এবং এমন পরিবেশ গড়ে তোলার শপথ নিয়েছেন, যেখানে সকল ধর্ম ও বিশ্বাসের মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারে।
যুক্তরাজ্যের গত ৭০ বছরে এটি ছিল এ ধরনের প্রথম অনুষ্ঠান। রাজা চার্লসের অভিষেকের কিছুক্ষণ পরই তার স্ত্রী ক্যামিলার অভিষেক হয় রানি হিসেবে। রাজা চার্লসের মাথায় রাজমুকুট পরানোর পর পরই ওয়েস্টমিনস্টার অ্যাবির ভেতরে এবং বাইরে ‘গড সেভ দ্য কিং’ ধ্বনি শোনা যায়। যুক্তরাজ্য জুড়ে তোপধ্বনি দিয়ে এবং ওয়েস্টমিনস্টার অ্যাবির ঘণ্টা দুই মিনিট ধরে বাজিয়ে এই মূহুর্তটি উদযাপন করা হয়। হাজার হাজার মানুষ এই উৎসবে যোগ দিতে বাকিংহাম প্রাসাদ এবং ট্রাফালগার স্কোয়ারের মাঝখানের প্রশস্ত সড়কটিকে সমবেত হন। অভিষেকের আনুষ্ঠানিকতা শেষে রাজা চার্লস এবং রানি ক্যামিলা একটি সোনালি স্টেট কোচে বাকিংহাম প্রাসাদে ফিরে যান। পরে রাজা চার্লস বাকিংহাম প্রাসাদের সামনে জড়ো হওয়া জনতাকে দেখা দিতে রাজমুকুট পরে প্রাসাদের বারান্দায় আসেন রাজপরিবারের অন্যান্য সদস্যদের সাথে নিয়ে। সূত্র : সিবিসি নিউজ