অনলাইন ডেস্ক : গত ৪ জানুয়ারি, বৃহস্পতিবার, টরন্টোর ডেন্টোনিয়া ক্লাব হাউসে ‘এন্ডিং পোভার্টি ইন কানাডা’ বিষয়ে এক ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত হয়। ড্যানফোর্থ কলেজিয়েট ইনস্টিটিউট এর টুয়েলফ গ্রেডের ছাত্র অশেষ আলমের উপস্থাপনায় এই সভায় প্রায় পঁচিশ জন বিভিন্ন পেশার নারী পুরুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, কানাডা সরকারের যুব মন্ত্রণালয়ের অধীন কানাডা সার্ভিস কর্প এর অর্থায়নে একটি প্রকল্প হচ্ছে ‘রেজিলিয়েন্ট ইয়ুথ ফর চেঞ্জ’।
টরন্টোতে ‘বাংলাদেশী কানাডিয়ান কমিউনিটি সার্ভিসেস’ (বিসিএস) এই প্রকল্প কিশোরদের দ্বারা পরিচালিত করছে। অশেষ আলম এই প্রকল্পের আওতায় ‘এন্ডিং পোভার্টি ইন কানাডা’ শিরোনামে একটি প্রস্তাবনা উপস্থাপন করেন, যা ‘বিসিএস’ দ্বারা অনুমোদিত হয়।
অশেষ আলম কানাডার বিশেষ করে টরন্টোর দারিদ্র্যতার বিভিন্ন প্রকৃতি তুলে ধরেন এবং এর নিরসনে বিভিন্ন কৌশল এবং পদক্ষেপ গ্রহণের জন্য অংশগ্রহণকারীদের বিভিন্ন মতামতের ভিত্তিতে সুপারিশমালা উপস্থাপন করে। প্রসঙ্গত, অশেষ আলম আগামীতে টরন্টোতে একই শিরোনামে আরও দুটি ‘টাউন হল মিটিং’ এর আয়োজন করবে।