Home কানাডা খবর কানাডার গ্রিন পার্টির নেতৃত্বে কৃষ্ণাঙ্গ নারী

কানাডার গ্রিন পার্টির নেতৃত্বে কৃষ্ণাঙ্গ নারী

রাজীব আহসান, কানাডা : কানাডায় ফেডারেল রাজনৈতিক দলের ইতিহাসে প্রথমবারের মতো আনামি পল নামে এক কৃষ্ণাঙ্গ নারী গ্রিন পার্টির শীর্ষ নেতা নির্বাচিত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার টরন্টোর ওই আইনজীবী এবং মানবাধিকারকর্মী প্রত্যক্ষ ভোটে এ নেতা নির্বাচন হয়।

এরই মধ্য দিয়ে টানা ১৩ বছর পর গ্রিন পার্টির নেতৃত্বে পরিবর্তন এসেছে। এর আগে গত ১৩ বছর ব্রিটিশ কলাম্বিয়ার এমপি এলিজাবেথ মে দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

নতুন নেতা নির্বাচনে দলের ৩৫ হাজার নিবন্ধিত সদস্যের মধ্যে ২৩ হাজার ৮৭৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে আনামি পল ১২ হাজার ৯০ ভোট পেয়ে নতুন নেতা নির্বাচিত হন।

Exit mobile version