Home কানাডা খবর কানাডার উপকূলে স্পেনের মাছ ধরা নৌকা ডুবে নিহত ১০

কানাডার উপকূলে স্পেনের মাছ ধরা নৌকা ডুবে নিহত ১০

অনলাইন ডেস্ক : কানাডার উপকূলে স্পেনের একটি মাছ ধরার নৌকা ডুবে অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং ১১ জন নিখোঁজ রয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে দেশটির পূর্বাঞ্চলীয় নিউফাউন্ডল্যান্ড উপকূলে এই নৌকাডুবির ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাডুবির এ ঘটনায় তিনজনকে জীবিত উদ্ধার করা গেছে। কানাডার উদ্ধারকর্মীরা হেলিকপ্টারে করে তাদের উপকূলে এনেছেন। নিখোঁজ বাকিদের উদ্ধারে অভিযান চলছে। তীব্র বাতাসে সমুদ্র উত্তাল থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

বিবিসি জানিয়েছে, উপকূল থেকে ৪৫০ কিলোমিটারেরও বেশি দূরের পানিতে ডুবে যায় স্পেনের মাছ ধরার নৌকাটি। বিপদসংকেত পেয়ে কানাডা ও স্পেনের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। নৌকাটিতে মোট ২৪ জন আরোহী ছিলেন এবং তাদের ১৬ জন স্পেনের। বাকিরা পেরু এবং ঘানার নাগরিক বলে জানা গেছে।

এদিকে, স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উদ্ধার অভিযানের সার্বক্ষণিক খবর রাখছেন বলে জানিয়েছেন।

Exit mobile version