Home কানাডা খবর কানাডায় ইহুদি স্কুলে বন্দুক হামলা

কানাডায় ইহুদি স্কুলে বন্দুক হামলা

অনলাইন ডেস্ক : কানাডার টরন্টো প্রদেশে একটি ইহুদি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার সকালে এই ঘটনা ঘটে। তবে এতে রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ওই হামলার কারণে অন্যান্য স্কুল এবং সিনাগগে নিরাপত্তা বাড়াতে কানাডিয়ান কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়।

পুলিশ কর্মকর্তা পল ক্রাকজিক এক সংবাদ সম্মেলনে বলেন, একটি গাড়িতে করে সন্দেহভাজন হামলাকারীরা বেইস ছায়া মুশকাতে পৌঁছায়। স্থানীয় সময় শনিবার ভোর ৫টার কিছু সময় আগে গুলি চালানো হয়। হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার আগে স্কুলের সামনের বেশ কিছু জিনিসপত্র নষ্ট করে রেখে গেছে।
উত্তর টরন্টো, অন্যান্য স্কুল এবং সিনাগগে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

পল ক্রাকজিক বলেন, আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি যে এই হামলার কারণে লোকজনের মধ্যে উদ্বেগ এবং আতঙ্ক তৈরি হতে পারে।

তিনি বলেন, আমরা এই উদ্বেগ-আতঙ্ক উপেক্ষা করছি না। আপনারা হয়তো জানেন এখানে কী ঘটেছে এবং কেন ঘটেছে। তবে এখনই এ বিষয়ে অনুমান করাটা ভুল হবে।

সূত্র: সিবিসি, ন্যাশনাল পোস্ট, জেরুজালেম পোস্ট, এএফপি

Exit mobile version