বিনোদন ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র। গত ২২শে জুন তার শরীরে করোনা শনাক্ত হয়। এরপর ছিলেন হাসপাতালে। তবে আজ মঙ্গলবার সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তিনি।
গত মাসে প্রবীর মিত্র এক আত্মীয়ের বাসায় ছিলেন। সেখান থেকে বাসায় ফেরার পর তার জ্বর আসে, আর বুকে কফ জমে। পরে জানা যায় ওই আত্মীয়ের বাসার সবাই করোনা পজিটিভ। প্রবীর মিত্রের করোনা শনাক্ত হবার পরই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন।
চলচ্চিত্রে প্রবীর মিত্রের প্রায় অর্ধশত বছরের ক্যারিয়ার। স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। ৭৫ বছর বয়সী প্রবীর মিত্র দীর্ঘ ক্যারিয়ারে ‘তিতাস একটি নদীর নাম’, ‘মিন্টু আমার নাম’, ‘জয় পরাজয়’, ‘প্রতিজ্ঞা’, ‘প্রতিহিংসা’ ও ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’সহ ৩শ’রও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।