অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গসহ ২৯ মার্কিনির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা আরোপ করে।
রাশিয়ার বিভিন্ন কর্মকর্তা ও অর্থনীতির ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার পালটা জবাবে মার্কিন রাজনীতিবীদ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের রাশিয়ায় প্রবেশের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো। রাশিয়ার এই কালো তালিকায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট ছাড়াও রয়েছেন পেন্টাগনের বেশ কয়েকজন কর্মকর্তারা। তাদের সবার ক্ষেত্রেই দেশটিতে প্রবেশের ক্ষেত্রে আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই কালো তালিকায় যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তা, ব্যবসায়ী সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ ও সাংবাদিকও রয়েছেন। এসব সাংবাদিক রুশবিদ্বেষী এজেন্ডা তৈরি করেছেন বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন উচ্চ-পদস্থ কর্মকর্তার স্বামী ও স্ত্রীরাও রয়েছেন নিষেধাজ্ঞায়। এসব ব্যক্তিরা অনির্দিষ্টকালের জন্য রাশিয়ায় ঢুকতে পারবেন না। রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরও বাড়ানোর জবাবে এমন সিদ্ধান্ত নিয়েছে মস্কো।
এর আগে গত ২২ মার্চ রাশিয়ায় ফেসবুক বন্ধ করে দেয় দেশটির সরকার। সেই সময় ইনস্টাগ্রামের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়। প্রায় একই সময় ফেসবুককে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়ার একটি আদালত। কারণ কারো মৃত্যু কামনা করে ফেসবুকে পোস্ট করার নিয়ম না থাকলেও সাময়িকভাবে এই নীতি শিথিল করেছিল ফেসবুক কর্তৃপক্ষ। এ বিষয়টি সামনে আসার পর তাদেরর ওপর কঠোর পদক্ষেপ নেয় রুশ সরকার।