অনলাইন ডেস্ক : জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেছেন, গাজার যুদ্ধ ছিটমহলটিতে জলবায়ু পরিবর্তনইস্যুকে আরও খারাপ করে তুলছে।
দুবাইয়ে জাতিসংঘের কপ-২৮ জলবায়ু আলোচনায় বাদশাহ বলেন, আমাদের চারপাশের মানবিক বিপর্যয় থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলতে পারি না।
বিশ্ব নেতাদের এক সমাবেশে বলেন, গাজায় ১৭ লাখেরও বেশি ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি থেকে বাস্তুচ্যুত হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে ইতোমধ্যে সামনের সারিতে থাকা একটি অঞ্চলে হাজার হাজার মানুষ আহত বা নিহত হয়েছে। যুদ্ধের ব্যাপক ধ্বংস পানি ঘাটতি এবং খাদ্য নিরাপত্তাহীনতার পরিবেশগত হুমকিকে আরও গুরুতর করে তুলেছে।