স্পোর্টস ডেস্ক : বছরের প্রথম দিনে মাঠে নেমেই দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ দলের পেসাররা। শুরুতেই অধিনায়ক টম ল্যাথামকে ১ রানে ফিরিয়ে দেন পেসার শরিফুল ইসলাম।
এরপর টানা ৬ ওভার মেডেন! যদিও পরে ছন্দ ধরে রাখতে পারেনি।
নিউজিল্যান্ডের দুই ব্যাটার উইল ইয়াং এবং ডেভন কনওয়ে বিপদ সামলে নিয়ে এগিয়ে যান।
ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়েছেন কনওয়ে। মাত্র ৩ টেস্ট খেলেই দুটি সেঞ্চুরি জমা করে ফেললেন তিনি ঝুলিতে।
১৮৬ বলে ১৪ বাউন্ডারি ও ১ ছক্কায় তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছেছেন তিনি।
তার ব্যাটে ভর করে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড।
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে আজ বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হয়েছে এই টেস্ট ম্যাচ।
টসে জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক।
অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক বলে প্রমাণ দিতে থাকেন দুই পেসার তাসকিন ও শরিফুল।
কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে খেলতে নামা লাথাম আউট হন ব্যক্তিগত ১ রান করে।
শরিফুলের ফুল লেংথের বল খেলতে গিয়ে ইন সাইড এজ হয় তার। উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন লাথাম।
এরপর নিউজিল্যান্ডের হাল ধরেন কনওয়ে এবং ইয়াং।
১৩৫ বল খেলে ৫২ রানে ইয়াং রানআউট হয়ে গেলেও ব্যাট চালিয়ে যাচ্ছেন কনওয়ে।
তাকে সঙ্গ দিচ্ছেন দলের অভিজ্ঞ তারকা ব্যাটার রস টেলর।
এ রিপোর্ট লেখার সময় ৬৫.৩ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৮৪ রান। কনওয়ে অপরাজিত ১০০ রানে। অন্যপ্রান্তে টেলর ৫৮ বলে ২৬ রানে ব্যাট করছেন।