Home জাতীয় কণ্ঠযোদ্ধা নমিতা ঘোষকে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায়

কণ্ঠযোদ্ধা নমিতা ঘোষকে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায়

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাধীন বাংলা বেতারের প্রথম নারী শব্দসৈনিক নমিতা ঘোষ। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

এই শিল্পীর পারিবারিক সূত্রে জানা গেছে, অনেক দিন ধরেই অসুখে ভুগছিলেন নমিতা ঘোষ। ক্যানসার ও চোখের সমস্যা ছিল তার। কিছুদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসে।

গত শনিবার দুপুরে মরদেহ পুরান ঢাকার শাঁখারীবাজার শনিমন্দির প্রাঙ্গণে নেওয়া হয়; জাতীয় পতাকায় মোড়ানো কফিনে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। দুপুর সোয়া ১টায় একাত্তরের এই কণ্ঠযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান জানিয়ে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। এরপর বাংলাদেশ আওয়ামী লীগ, ঢাকা বিশ^বিদ্যালয়সহ বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয় এ শিল্পীকে। পরে দুপুর ২টার দিকে নমিতা ঘোষের মরদেহ পোস্তগোলা শ্মশানে নেওয়া হয়; সেখানে তার শেষকৃত্যের আনুষ্ঠানিকতা হয়।

সংগীতশিল্পী ফকির আলমগীর বলেন, ‘স্বাধীন বাংলা বেতারের প্রথম নারী কণ্ঠশিল্পী নমিতা ঘোষকে মূল্যায়ন করা হয়নি। তার ভাগ্যে জোটেনি একুশে পদক কিংবা শিল্পকলার পদক। অথচ তার কত বড় অবদান দেশের জন্য।’

১৯৫৮ সালের ৬ অক্টোবর ঢাকার শাঁখারীবাজারে জন্মগ্রহণ করেন নমিতা ঘোষ। পড়াশোনা করেছেন জগন্নাথ কলেজে। ১৯৭০ সালে প্রথম তিনি বেতারের শিল্পী হন। ১৯৭১ সালের ২৯ মে তিনি স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে যোগ দেন। তিনি ছিলেন স্বাধীন বাংলা বেতারের প্রথম নারী কণ্ঠযোদ্ধা।

Exit mobile version