বিনোদন ডেস্ক : হলিউডে যে ক’জন নীলনয়না সুন্দরী অভিনেত্রী আছেন তাদের মধ্যে আলেজান্দ্রা দাদারিও অন্যতম। কি সুন্দর নীল চোখ তার! যেন মনে হবে নিখুঁত কারিগর দিয়ে তৈরি চোখের মতই পাথর। এই চোখেই মাত হয়ে তার পেছনে পুরুষদের বিশেষ করে হলিউডের নায়কদেরও ভিড় করতে দেখা যায়। আলেজান্দ্রাকে নিয়ে কখনই সন্দেহ করেন না খোদ তার সমালোচনাকারীরা।

সেই আলেজান্দ্রাই পড়েছেন কঠোর সমালোচনার মুখে। একটি ছবিতে অর্ধনগ্ন হয়ে অভিনয় করায় তাকে এ সমালোচনার মুখে পড়তে হয়েছে। সম্প্রতি তার অভিনীত একটি ছবির কিছু অংশ অনলাইনে ফাঁস হয়ে যায়। সেখানে তার শরীরের অর্ধাংশ খোলা দেখা গেছে। বেশ কিছুক্ষণ তাকে এই অবস্থায় অভিনয় করতে দেখা যায়।

এর আগে অনেককেই এমন দৃশ্যে অভিনয়ে দেখা গেছে, তাহলে আলেজান্দ্রার দোষ কোথায়? যে দৃশ্যে খোলামেলা হওয়ার দরকার নেই তাতে কেন আলেজান্দ্রা অভিনয় করবেন? নাম প্রকাশে অনিচ্ছুক তার এমন কয়েকজন হলিউডের সতীর্থ একটি বিনোদন ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে এমন পাল্টা প্রশ্ন করেছেন। তাদের কাছে এই দৃশ্যটি বাড়তি মনে হয়েছে। মনে হয়েছে আলেজান্দ্রা শুধু শুধুই নিজের স্পর্শকাতর অঙ্গ প্রদর্শন করতে চেয়েছেন।

হলিউডে তার সতীর্থ ও নেটিজেনদের সমালোচনা আপাতত কানে তুলছেন না আলেজান্দ্রা। তার মতে, গল্প যেভাবে চেয়েছিল তিনি সেভাবেই অভিনয় করেছেন। নাচতে নেমে তো আর ঘোমটা দেওয়া যায় না, কি বলেন? একটি অনলাইন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন প্রশ্ন রাখেন।

প্রসঙ্গত, সম্প্রতি ‘দ্য টেক্সাস চেইন শো’ নামের একটি সিরিয়াল হরর ছবির সপ্তম পর্বে শুটিংয়ে অংশ নেন আলেজান্দ্রা। সেখানেই তাকে এমন খোলামেলা দৃশ্যে পাওয়া গেছে। সম্প্রতি এই ছবির ট্রেইলার মুক্তি পেয়েছে।

‘দ্য স্কুইড অ্যান্ড দ্য ওয়ালে’ ছবির মধ্য দিয়ে ২০০৫ সালে আলেজান্দ্রার হলিউডের সিনেমায় অভিষেক হয়। সবশেষ চলতি বছর তার অভিনীত ‘ওয়াইল্ডফ্লাওয়ার’ ছবিটি মুক্তি পেয়েছে।