Home আন্তর্জাতিক কঙ্গোতে নৌকাডুবির ঘটনায় অন্তত ৮০ জনের প্রাণহানি

কঙ্গোতে নৌকাডুবির ঘটনায় অন্তত ৮০ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক : মধ্য-আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডি আর কঙ্গো) রাজধানী কিনশাসার মাই-এনডোম্বে প্রদেশে নৌকাডুবির এক ঘটনায় ৮০ জনের বেশি যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১২ জুন) প্রদেশের কোয়া নদীতে নৌকাডুবির এই ঘটনা ঘটেছে বলে দেশটির প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি জানিয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, কঙ্গোর নৌপথে প্রায় এই ধরনের প্রাণঘাতী নৌ-দুর্ঘটনা ঘটে। দেশটির নৌপথে চলাচলকারী যানবাহনে সবসময়ই ধারণ ক্ষমতার বেশি যাত্রী পরিবহন করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট এই দুর্ভাগ্যজনক ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে যাতে ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় আবার না ঘটে সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয়ভাবে তৈরি করা নৌকাটি সোমবার গভীর রাতে মাই-এনডোম্বে প্রদেশে ডুবে যায়। কোয়া নদীতে ডুবে যাওয়ার সময় নৌকাটিতে শতাধিক যাত্রী ছিলেন।

Exit mobile version