গত ২৮ আগস্ট ২৮ ২০২২, টরেন্টোর করভেট খেলার মাঠে বর্ণাঢ্য আয়োজনে ওসমানী কাপ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই প্রতিযোগীতায় ১২টা দল অংশগ্রহণ করে। প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন বেঙ্গল স্টাইকার এবং ওসমানী ক্লাব রানার্স আপ হয়। এই আকর্ষণীয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডলি বেগম এম পি পি।
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গণি ওসমানীর প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানাতে প্রতিবছর জালালাবাদ এসোসিয়েশন অব টরোন্টো, কানাডা, আয়োজন করেছে ওসমানী কাপ ক্রিকেট প্রতিযোগিতা ২০২২। এবারের প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে স্থানীয় সর্বমোট ১২টি দল। অংশগ্রহনকারীদের মধ্যে রয়েছেন টিম টরোন্টো রেইনডিয়ার, টরোন্টো ফেলকনস, চট্টগ্রাম ভাইকিং, ইউআর এসসি, লালসবুজ, ওসমানী ক্লাব,নাইটরাইডার্স, স্বাধীন, বেঙ্গল স্ট্রাইকার, টিম সোলজার, গø্যাডিয়েটর এবং বেঙ্গল টাইটেনস ক্লাব। প্রতিযোগিতার খেলাগুলো অনুষ্ঠিত হয় কর্ভেট জুনিয়র পাবলিক হাই স্কুল সংলগ্ন কর্ভেট পার্কে (৪০ কর্ভেট এভিনিউ)। প্রতিবারের মত এবারো থাকছে চ্যাম্পিয়ন, রানার আপ, ম্যান অব দা ফাইনাল, ম্যান অব দা টুর্নামেন্ট সহ আরো অনেক আকর্ষণীয় এবং চমকপ্রদ পুরুষ্কার।
প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ছিলেন টরোন্টর বিশিষ্ট আইনজীবী আরীফ হোসেন, রেজায়ান রহমান, গৌতম পাল, (Realtor), হিশাম চিশতী (Realtor), মেহদী শরীফ (Realtor) এবং বিশিষ্ট ইমিগ্রেশন কনসালটেন্স এজাজ চৌধুরী ।
টুর্ণামেন্ট সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এজাজ চৌধুরী, মেহদী শরীফ, হবিবুর চৌধুরী, রাসেল আহমেদ, আবু জহীর সাকীব, মাহী, নাহীদ, আনীকসহ আরো অনেকে ।