বিনোদন ডেস্ক : ছুটছে ‘পাঠান’। যেন থামার নাম নেই! রকেটের গতিতেই ছুঠছে শাহরুখের সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি। দীর্ঘদিনের অপেক্ষা শাহরুখ ভক্তদের, রেকর্ডের পাহাড়ে না উঠলে হয়? একদিন আগেই বলিউডের ‘বক্স অফিসের রাজা’ খ্যাত আমির খানকে পেছনে ফেলে দিয়েছেন বলিউড বাদশা। একদিনের ব্যবধানে এবার পেছনে ফেললেন বন্ধু সালমান খানকে। বক্স অফিস রেকর্ড করে উপসাগরীয় অঞ্চলে সালমান খানের ক্যারিয়ার সেরা চলচ্চিত্র ‘বাজরাঙ্গি ভাইজান’কে টপকে গেলেন শাহরুখ।
শাহরুখ খানের সিনেমাটির সর্বশেষ রাজত্ব উপসাগরীয় অঞ্চলে। সালমান খানের ‘বাজরাঙ্গি ভাইজান’ এবং আমির খানের ‘দঙ্গল’-কে পেছনে ফেলে অ্যাকশন নির্ভর সিনেমার এই বাজারে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবে শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে পাঠান।
‘পাঠান’ মাত্র ১১ দিনে উপসাগরীয় অঞ্চলে ১১ মিলিয়ন আয় করে নিয়েছে। বক্স অফিস ইন্ডিয়ার তথ্য মতে, কোভিড মহামারীর পরে উপসাগরীয় সার্কিটে ‘কেজিএফ ২’ হিন্দি ভার্সন ২.১৭ মিলিয়ন আয় করেছে। রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’ ২.১ মিলিয়ন আয় করেছে। তবে ‘পাঠান’ ১১ মিলিয়ন আয় করে এই তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে। সৌদি আরব থেকে অতিরিক্ত আয়ের সাথে ফিল্মটি শেষের নয় দিনে উপসাগরীয় অঞ্চলে ৯.৭৫ মিলিয়ন আয় করে নিয়েছে। এই অঞ্চলে সালমান খানের ‘বাজরাঙ্গি ভাইজান’ আয় করেছিল ৯.৪৫ মিলিয়ন ডলার ও আমিরের দঙ্গলের আয় ছিল ৮.৮০ মিলিয়ন ডলার।
এদিকে, বৈদেশিক অঞ্চলগুলোতে পাঠান প্রায় ৪০ মিলিয়ন ডলার আয় করেছে। ঘরোয়া বক্স অফিসে ৪২৯ কোটি রুপি আয় ছাড়িয়েছে সিনেমাটির।
রেকর্ডে সালমানকে পেছনে ফেললেও পাঠান মুলত সালমান খানেরও সিনেমা। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বছরের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র পাঠানে দীর্ঘদিন পর একপর্দায় দেখা গেছে সালমান খান ও শাহরুখ খানকে। পাঠানে একটি বিশেষ ক্যামিও দিয়েছেন সালমান। শাহরুখ ও সালমান ভক্তদের জন্য বছরের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল সালমানের ক্যামিও চরিত্রটি। যা রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে ভক্তদের মাঝে। পাঠানের আগে সর্বশেষ দুই অভিনেতাকে ২০১৮ সালে শাহরুখের সিনেমা ‘জিরো’তে একসঙ্গে পর্দায় দেখা গেছে। সামনে সালমানের ‘টাইগার ৩’তে আবারো এক পর্দায় দেখা যাবে তাদের। যশ রাজ ফিল্মসের ব্যানারে ‘টাইগার ৩’ এ বছর মুক্তি পাবার সম্ভাবনা রয়েছে। এতে সালমানের সাথে আরো রয়েছেন ইমরান হাশমি ও ক্যাটরিনা কাইফ।