অনলাইন ডেস্ক : ভারত ও পাকিস্তানে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ছাড়া আফগানিস্তানের কিছু অংশেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।

ভূমিকম্প যেন থামছেই না। একের পর এক ভূকম্পন চলেছে বিশ্বের বিভিন্ন অঞ্চলে। আল জাজিরার প্রতিবেদন মতে, মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যার পর দক্ষিণ এশিয়ার এই তিন দেশে ভূমিকম্প অনুভূত হয়।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, ভারত ও পাকিস্তানের উত্তরাঞ্চলে ও আফগানিস্তানের ফয়জাবাদের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৬।