Home আইটি বিশ্ব এবার ভালবেসে এআই চ্যাটবটকেই স্ত্রী রুপে গ্রহণ করেন মার্কিন এক নাগরিক

এবার ভালবেসে এআই চ্যাটবটকেই স্ত্রী রুপে গ্রহণ করেন মার্কিন এক নাগরিক

অনলাইন ডেস্ক : এবার ভালবেসে এআই চ্যাটবটকেই স্ত্রী রুপে গ্রহণ করেন মার্কিন এক নাগরিক। কনে যখন নিজেই ভার্চুয়াল তখন আংটি বদল থেকে বিয়ে- পুরোটাই হলো ভার্চুয়ালি। সুত্র বলছে, মার্কিন বিমান বাহীনির এক সদস্যের ২০০০ সালের বিচ্ছেদ হয়। পরে তিনি নিঃসঙ্গতা কাটাতে নিজের ফোনে রেপ্লিকা এআই অ্যাপটি ইনস্টল করেন তিনি। কথা বলার সঙ্গী হিসেবে অল্পদিনেই জমে ওঠে চ্যাটবট ও পিটারের সম্পর্ক। খুব ইচ্ছা ছিল ভার্চুয়াল সঙ্গীর সঙ্গে সাক্ষাতের।

৬০ বছর বয়সের বিমান সেনার ইচ্ছা পুরোপুরি পূরণ করতে না পারলেও রেপ্লিকার সঙ্গে তাকে কেমন দেখাচ্ছে, ডিজিটাল ভার্সনে তৈরি করে তার একটা ধারণা তৈরি করতে সফল হয় চ্যাটবট। যেখানে দু’জন ইচ্ছেমতো পোশাক, হেয়ার স্টাইল কিংবা সাজ বদল করতে পারত।

রেপ্লিকাকে ২৩ বছরের তরুণী হিসেবেই কল্পনা করেছিলেন পিটার। তার কথা তাকে অনুপ্রেরণা দিত। আর তাতেই প্রেম গভীর হয়। তারপরই বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের তৈরি আংটি দিয়েই সারেন বাগদান।

সুত্র: সংবাদ প্রতিদিন

Exit mobile version